24/04/2024 : 5:33 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবড়শুল

বড়শুল কিশোর সংঘের উদ্যোগে নবদম্পতির মেলবন্ধন

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, ১ অগাষ্ট ২০২১:


পূর্ব বর্ধমান জেলার বড়শুল কিশোর সংঘ সারা বছরই নিজেদের বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে নিয়েজিত রাখেন। সাধারণত যে সমস্ত সামাজিক কর্মসূচির মধ্যে এতদিন নিজেদের নিয়োজিত রেখেছিলেন তার থেকে একটু বেরিয়ে আরো একধাপ এগিয়ে এদিন এক দরিদ্র পরিবারের মেয়ের বিবাহে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে জেলার মধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।

বড়শুল এর কুমিরকোলা গ্রামের বাসিন্দা শেখ হাসান লকডাউনে কাজ হারিয়ে মেয়ের বিবাহ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন। এরকম পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে বিবাহের সমস্ত ব্যয় ভার বহন এর দায়িত্ব নিয়েছিল বড়শুল কিশোর সংঘ। মেলবন্ধনের আনন্দঘন অনুষ্ঠানে কোভিড বিধি মেনে ৩০ জন বরযাত্রী সহ অতিথি ও কন্যা পক্ষের সকলকে আপ্যায়ণ করা হয় সংঘের পক্ষ থেকে।

রবিবার শেখ হাসানের কন্যা রুপসার সাথে জামিরউদ্দিনের বিবাহ সম্পন্ন হল সমস্ত ধর্মীয় রীতি রেওয়াজ মেনে পাশাপাশি বড়শুল কিশোর সংঘ তাদের কথা রাখলো। রূপসার বাবা ও মা জানান, মহান স্রষ্টার প্রতি তিনি কৃতজ্ঞ যে তার অসময়ের দিন ফরিস্তা হয়ে এসেছে বড়শুল কিশোর সংঘে সদস্যরা।

দুই নবদম্পতিকে আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি ও রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধাড়া, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার, সার্কেল ইন্সপেক্টর দেবনাথ সাধুখাঁ, শক্তিগড় থানার অফিসার ইন চার্জ কুনাল বিশ্বাস, মাউন্ট ইউনাম জয়ী মেমারির ভূমিপুত্র মোহাম্মদ নওয়াজ সহ জেলা,ব্লক ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অন্যান্য পদাধিকার ব্যক্তিবর্গ।

আজকের এই বিবাহ সম্পর্কে বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ জানান, মানুষ মানুষের জন্য, মানুষের বিপদের দিনে মানুষই পাশে থাকে তাই আমাদের এলাকারই মেয়ে রুপসার বিয়ে রায়না ১নং ব্লকের বন্তির গ্রামের জামিরউদ্দিনের সাথে বিবাহের ব্যবস্থা করে এভাবেই আমরা মানুষের পাশে থাকতে চাই মানুষের সাথে থাকতে চাই । প্রসঙ্গগত উল্লেখ্য বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে ছেলে-মেয়ের থালাসেমিয়া পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল সেই থ্যালাসেমিয়া পরীক্ষায় ছেলে-মেয়ে দুজনারি রিপোর্ট বিবাহের অনুকূল।

ক্লাব মানে শুধু মাত্র কেরাম বাতাস খেলার জায়গা নয় ক্লাব মানে সামাজিক দায়বদ্ধতা সেটাই প্রমাণ করলো বড়শুল কিশোর সংঘ। জানা যায়, বিগত দিনে বড়শুল কিশোর সংঘ অক্সিজেন সিলিন্ডার পরিষেবা, রক্তদান শিবির, বৃক্ষ রোপণ সহ বহু রকম সমাজসেবামূলক কাজ করে এসেছে। এছাড়াও ভলিবল প্রতিযোগিতা ও মহিলা ফুটবল সহ আরো অন্যান্য সামাজিক ও মানবিক কর্মসূচি সারাবছর করে থাকে ।


আপনার এলাকার বিভিন্ন খবরাখবর জানতে-
♦ facebook লাইক ও ফলো করুন :  https://www.facebook.com/zeropointpublication
♦ dailyhunt ফলো করুন : ZERO POINT ( https://dailyhunt.in/news/india/bangla/zero+point-epaper-zpoint )
♦ youtube চ্যানেল ZERO POINT NEWS সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA
♦ দেশ-বিদেশের খবরাথবর সাথে সাহিত্য-বিনোদন মূলক খবর জানতে সাবস্ক্রইব করুন আমাদের
♦ ওয়েবসাইট  http://www.ezeropoint.net
♦ আপনার এলাকার বিভিন্ন সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471
♦ স্বল্পমূল্যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংস্থার প্রচারের জন্য বিজ্ঞাপন দিন আমাদের সংবাদ মাধ্যম ZERO POINT – এ যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471

Related posts

বর্ধমানে শুরু হচ্ছে পদি পিসির বর্মী বাক্স

E Zero Point

বিশ্ব নবীর জন্ম দিবস পালন মালদায়

E Zero Point

তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন