19/04/2024 : 8:20 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির পথবাসীদের স্বনির্ভর করার শুভ উদ্যোগ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৪ অগাষ্ট ২০২১:


করোনা কালে বিগত দু’বছর ধরে মেমারির সকল পথবাসীদের অন্নসংস্থান করে আসছে মেমারি শহরের প্রসিদ্ধ সংস্থা আঁচল। এই মহতি কর্মযজ্ঞের মধ্যদিয়ে সংস্থারর সদস্য ও পথবাসীদের মধ্যে একটি নিবিড় সম্পর্কের সেতু বন্ধন হয়েছে। আর সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে টিম আঁচলের সদস্যরা অনুভব করেছে যে ওরা কোথাও যেন আঁচলের ওপর বা অন্য কারোর ওপর নির্ভরশীল, অসহায়। এই পরনির্ভরশীলতা দূর করতে টিম আঁচল এক অনন্য উদ্যোগ গ্রহণ করলো
সোমবার টিম মেমারি রেলওয়ে ষ্টেশন চত্বরে আঁচল এর পক্ষ থেকে মেমারির পথবাসীদের স্বনির্ভর করার লক্ষ্যে তাদের মধ্যে আগ্রহী কিছু পথবাসীদের সরবরাহ করা হলো ধুপ, পাঁপড়,লজেন্স ইত্যাদি। সংস্থার পক্ষ থেকে জানা যায় যে, উক্ত সামগ্রীগুলি বিক্রয় করে লভ্যাংশ থাকবে ওদের কাছে। এবারেরটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হলো। তবে পরেরবার থেকে শুধু খরচের অংশটুকু নিয়ে ওটা দিয়ে আবার ওদের ওই জিনিস গুলো কিনে দেওয়া হবে। তার সাথে তাদেরকে বিক্রয় পদ্ধতিও দেখিয়ে দেওয়া হলো।

Related posts

বর্ধমানে বাসে সংক্রমণ রোধে পলিথিনের পর্দা দুটি আসনের মাঝখানে

E Zero Point

বর্ধমানের খালেরপুরে পরিযায়ী শ্রমিকদের ফেরার পথে টিফিনের ব্যবস্থা

E Zero Point

আউসগ্রামের ডোকরা শিল্পীদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা

E Zero Point

মতামত দিন