25/04/2024 : 10:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানরায়না

বর্ধমানের গ্রামের ছেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভূগোলে ফাস্ট ক্লাশ ফাস্ট

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১ অগাষ্ট ২০২১:


একটা সময় ছিল যখন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ায় এক থেকে দশের মধ্যে স্থান দখল করতো কলকাতার ছেলেমেয়েরা। বিগত কয়েক বছরগুলিতে সেই ধারা বদলেছে। এখন এই সব পরীক্ষায় রাজ্যের বিভিন্ন জেলার গ্রামের ছেলেমেয়েরা তাদের প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত রাখছে।

সম্প্রতি গোটা পূর্ব বর্ধমান জেলাকে গর্বিত করলো রায়নার জোতশাদী গ্রামের ছেলে সেখ মকবুল আলম | ২০২১ সালের কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এম এস সি জিওগ্রাফিতে বর্ধমানের মকবুল কে ফাস্ট ক্লাশ ফাস্ট ঘোষণা করেছে |

পূর্ব বর্ধমান জেলার রায়নায় ছোটবেলা থেকে খুবই মেধাবী ছাত্র মকবুল জোতসাদী প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেন এবং পঞ্চম শ্রেণী থেকে বর্ধমান শহরের সি এম এস হাই স্কুল থেকে মাধ্যমিক ৮৪ শতাংশ নম্বর এবং উচ্চমাধ্যমিক ৯৩ শতাংশর বেশি নাম্বার পেয়ে বর্ধমানের ঐতিহ্য মন্ডিত রাজ কলেজে ভর্তি হন | রাজ কলেজ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় এর বি এ জিওগ্রাফিতে ফাস্ট ক্লাশ ফাস্ট হন |

বর্তমানে তার পরিবার বর্ধমান শহরের নজরুল পল্লীতে বসবাস করেন | ছোট বেলা থেকে গৃহবধূ মা সেফুনা বেগমের কাছ থেকে পড়াশুনার পাঠ নিয়ে ভীত মজবুত করেন | বাবা রাজ কলেজের অধ্যাপক ডক্টর ইন্তেক্ষাব আলম বর্ধমান বিশ্ববিদ্যালয় এর ফাস্ট ক্লাশ ফাস্ট ছাত্র ছিলেন | মকবুলের দাদাও কলেজের শিক্ষক |

মাকবুল তার সাফল্যের পিছনে মা বাবা দাদা ও শিক্ষকদের অবদানের কথা বলেন | স্রষ্টার নির্দেশিত পথে চলতে এবং মানুষের পাশে থাকতেই পছন্দ তার | তার এই সাফল্যে পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী সহ বর্ধমান বাসি খুবই খুশি।


আপনার এলাকার বিভিন্ন খবরাখবর জানতে-
♦ facebook লাইক ও ফলো করুন :  https://www.facebook.com/zeropointpublication
♦ dailyhunt ফলো করুন : ZERO POINT ( https://dailyhunt.in/news/india/bangla/zero+point-epaper-zpoint )
♦ youtube চ্যানেল ZERO POINT NEWS সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA
♦ দেশ-বিদেশের খবরাথবর সাথে সাহিত্য-বিনোদন মূলক খবর জানতে সাবস্ক্রইব করুন আমাদের
♦ ওয়েবসাইট  http://www.ezeropoint.net
♦ আপনার এলাকার বিভিন্ন সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471
♦ স্বল্পমূল্যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংস্থার প্রচারের জন্য বিজ্ঞাপন দিন আমাদের সংবাদ মাধ্যম ZERO POINT – এ যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471

Related posts

দর্শকশুন্য বজায় রেখে  ঢাকিদের ছাড় পুজোর মন্ডপে

E Zero Point

মাউন্ট ইউনাম জয় করলেন মেমারির রাজা

E Zero Point

শুরু হলো ‘দুয়ারে সরকার’- আগের মতই মানুষের সাড়া

E Zero Point

মতামত দিন