05/05/2024 : 12:10 AM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতে তৃণমূলের শহীদ দিবস

রাহুল রায়,কাটোয়া, ২১ জুলাই:


পূর্ব বর্ধমানে কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতর নন্দীগ্রামের ২৬০ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২১শে জুলাই শহিদ দিবস পালন করা হল। দলীয় পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে দিনটি পালন করা হয়। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, জেলা পরিষদের সদস্য তুষার সমন্ত সহ তৃণমূলের কর্মীবৃন্দ। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত জানান, ১৯৯৩ সালে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযানে ১৩ জন কংগ্রেস কর্মী শহিদ হন। সেই সকল শহীদের স্মরণে প্রতি বছর ২১ শে জুলাই শহীদ দিবস পালন করা হয় কোলকাতা ধর্মতলায়। কিন্তু এবছর করোনার জেরে ধর্মতলার সমাবেশ বাতিল হয়েছে। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো প্রতি বুথে শহীদ দিবস পালন করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে একুশে জুলাই উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান এবং টিভির মাধ্যমে মুখ্যমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রসারণ এর ব্যবস্থা করা হয় তৃণমূল অফিসে।

Related posts

পরিযায়ী শ্রমিকের পাশে পল্লিমঙ্গল সমিতি

E Zero Point

স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন মেমারিতে

E Zero Point

নৈশ শ্যাডো ক্রিকেট প্রতিযোগিতা মন্তেশ্বরে

E Zero Point

মতামত দিন