স্টাফ রিপোর্টার, পাল্লারোডঃ লকডাউনের পঞ্চম পর্যায়ে ভিন রাজ্য থেকে কর্মহীন হয়ে ফিরে আসছে হাজার হাজার শ্রমিক। ঘরে ফিরেও করোনা সংক্রমণ রোধের কারণে তাদের থাকতে হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারে। এরকমই সরকারী ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইন সেন্টার গড়ে উঠেছে পাল্লা রোড উচ্চ বালিকা বিদ্যালয়ে।
স্থানীয় প্রশাসনের তরফে খাবার ও থাকার ব্যবস্থা হলেও পানীয় জল, হ্যান্ড স্যানেটাইজার, স্যানিটাইজেশনের জন্য প্রয়োজনীয় সোডিয়াম হাইপোক্লোরাইড ও খাবার পরিবেশনের জন্য ফয়েল প্যাকিং এর ব্যবস্থা করা হল পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে গত ৭ জুন রবিবার রাতে। এছাড়াও আবাসিকদের প্রত্যেককে ১টি করে মাস্ক ও সাবান এবং সময় কাটানোর জন্য লুডোর সেট তুলে দেওয়া হয়।