02/05/2024 : 5:58 PM
আমার বাংলাকলকাতা

ফ্রি রেশনের নির্দেশিকা জারি করল রাজ্য

বিশেষ প্রতিবেদন, কলকাতা, ২২ জুলাই:


আজ রাজ্যের খাদ্যসচিব পারওয়েজ অহমেদ সিদ্দিকি ২২ জুলাই, ২০২০ দিনাঙ্কিত একটি নির্দেশিকায় ঘোষণা করেন, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের কারণে সাধারণ মানুষের সমস্যার কথা বিবেচনা করেই গত ২৬ মার্চ থেকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগস্ট মাস থেকে আগামী বছরের ২০২১ সালের জুন মাস পর্যন্ত ওই পরিষেবা পাবেন রাজ্যের প্রতিটি বাসিন্দা। বর্তমানে যে পদ্ধতিতে সাধারণ মানুষ রেশন সংগ্রহ করছেন, সে ভাবেই আগামী দিনেও পাবেন। অর্থ দফতরের অনুমোদন ক্রমেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

গতকালের ভার্চুয়াল সভায় মমতা বলেন, রাজ্যের ৬ কোটি মানুষকে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকার আরও করে ৮ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে।

গত মঙ্গলবার তৃণমূলের ‘শহিদ দিবসে’র ভার্চুয়াল সভায় দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, “আমাদের সরকার ক্ষমতায় থাকলে আজীবন ফ্রি রেশন দেওয়া হবে”।

 

Related posts

বন্ধুর গলায় ছুরি মেরে হত্যার চেষ্টা মেমারিতে, গ্রেপ্তার ১

E Zero Point

রিক্সায় সিয়াচেন অভিযান সত্যেনের, মেমারিতে সংবর্ধনা

E Zero Point

প্রজাতন্ত্র দিবস পালন হলো ইংরেজবাজারে

E Zero Point

মতামত দিন