04/05/2024 : 2:02 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রিপোর্ট পজিটিভ আসায় ফাঁকা করা হল হাসপাতালের ওয়ার্ড

আলেক শেখ. কালনা,  ২৭  জুলাইঃ


এক স্বাস্থ্যকর্মীর রিপোর্ট পজিটিভ আসায় দ্রুত ফাঁকা করে দেওয়া হল একটি সরকারি হাসপাতালের ওয়ার্ড। ঘটনাটি ঘটে রবিবার কালনা মহকুমা হাসপাতালে।  ফলে বিপাকে পড়ে যান রুগী ও তাঁদের আত্মীয়-স্বজন। কালনা হাসপাতালের ন্যাটাল ওয়ার্ডে কর্মরত এক মহিলা স্বাস্থ্যকর্মীর রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত উল্লেখিত ওয়ার্ডটি ফাঁকা করার সিদ্ধান্ত নেয়। তার পরেই বেশ কয়েক জন প্রসূতি ও শিশুকে ছুটি দিয়ে ওয়ার্ডের বাইরে বের করে দেওয়া হয়।  ফলে চরম বিপাকে পড়ে যান তারা।  অনেক প্রসূতিকেই দেখা যায়  ওয়ার্ডের বাইরে শিশুকে নিয়ে বাড়ির লোকজনের জন্য অপেক্ষা করতে। অভিযোগ  স্বাস্থ্যকর্মীর  করোনা আক্রান্ত হওয়ার জন্য প্রসূতিদের ছুটি দেওয়া হয়। কিন্ত ওই স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা  প্রসূতিদের পরীক্ষার জন্য কোন সোয়াব নেওয়া হয়নি।  যদিও কালনা হাসপাতাল সুপার ডাঃ কৃষ্ণচন্দ্র বড়াই জানান– প্রসূতিদের সোয়াব  নেওয়া হয়েছে। পাশাপাশি ওই স্বাস্থ্য কর্মীকে  কোয়ারান্টিনে রাখা হয়েছে।

Related posts

পুকুরে জাল ফেলে টাকা উদ্ধার মেমারিতে

E Zero Point

বিষধর সাপ উদ্ধার

E Zero Point

চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ পাহারহাটিতে

E Zero Point

মতামত দিন