10/05/2024 : 8:04 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

ভাগীরথীর জলে বন্যা পরিস্থিতি দেবনগরে

আলেক শেখ, পূর্বস্থলী,  ২৭ জুলাইঃ


ভাগীরথী নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পূর্বস্থলীর  দেবনগর গ্রামে। ইতিমধ্যেই ভাগীরথী নদীর পাড় ছাপিয়ে রাস্তা-ঘাট, কৃষি মাঠে জল  প্রবেশ করেছে। এই গ্রামের মানুষ  করোনা আবহে এমনিতেই  ঘরবন্দি হয়ে আছেন, তার উপরে  আবার  জলবন্দি হয়ে পড়লেন।  নদীর জল প্রতিনিয়ত বাড়ছে, তাই এখানকার মানুষের বাড়ি-ঘরও প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।  বাড়ি-ঘর প্লাবিত হলে গ্রামবাসীরা কোথায় যাবেন তাই নিয়েই ভেবে কুলকিনারা পাচ্ছেন না।  পূর্বস্থলী থানার মেরতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবনগর গ্রামটি ভাগীরথী নদীর পূর্বপারে অবস্থিত। ফলে বাজার, হাসপাতাল, ডাক্তারখানা, থানা, আদালতে  নদী পার হয়ে আসতে এখানকার মানুষের একমাত্র ভরসা নৌকা।  কিন্তু নদীঘাট ডুবে যাওয়ায় নদী পারাপারে নেমে এসেছে চরম সংকট।  পূর্বস্থলী উত্তর বিধানসভার বাম বিধায়ক প্রদীপ কুমার সাহা বলেন– দেবনগর গ্রামের মাঠে-ঘাটে জল উঠে পড়েছে। ফলে চরম সংকটে এখানকার গ্রামবাসীরা। আমি প্রশাসনের নিকট দাবি করছি এই ব্যাপারে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। পূর্বস্থলী- ব্লকের বিডিও সৌমিক বাগচী বলেন– ওই গ্রামের পরিস্থিতি খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

মেমারির তিনটি দুর্ঘটনা প্রবণ এলাকায় বসানো হলো ট্রাফিক মিরর

E Zero Point

ব্যান্ডেল কাটোয়া শাখার বাঘনাপাড়া স্টেশনে টিকিট নিয়ে বিপত্তি

E Zero Point

আইনী সচেতনতা শিবির মেমারিতে

E Zero Point

মতামত দিন