06/05/2024 : 5:01 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বৈদ্যপুর বিদ্যুৎ দপ্তরে বামপন্থীদের বিক্ষোভ

আলেক শেখ, কালনা,  ২৮  জুলাইঃ সিপিআইএমের  কালনা -২নং এরিয়া কমিটির উদ্যোগে  বৈদ্যপুর বিদ্যুৎ দপ্তরে মঙ্গলবার বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়।  অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদ ও  প্রতি মাসে রিডিং নিয়ে বিল পাঠানো,  ৩ মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মকুব সহ বিভিন্ন দাবীতে বক্তব্য রাখেন– জয়দীপ ভট্টাচার্য,   মহম্মদ শা,  কাজী নুরুল ইসলাম, সুশান্ত ব্যানার্জি,   শ্রীকুমার দুবে প্রমুখ। অন্যদিকে একটি প্রতিনিধি দল দপ্তরে স্মারকলিপি জমা দেন। এদিন বক্তারা বলেন– করোনা আবহে মানুষের জীবন-জীবিকা চরম সংকটে। কাজ নেই রোজগার নেই। হাতে পয়সা না থাকায় সাধারণ মানুষ দিশাহারা। তার মধ্যেই  সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে।  শোষিত নিপীড়িত মানুষজনকে আরো শোষণ করার চেষ্টা করা হচ্ছে। তাই  এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ ও রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে।

Related posts

জামালপুরের দুয়ারে দুয়ারে মেহেমুদ খাঁন

E Zero Point

করোনাকালে লক্ষীলাভের আশায় কালনাবাসী

E Zero Point

ভুল পর্যালোচনা করুন কমরেড

E Zero Point

মতামত দিন