04/05/2024 : 12:47 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

মালদায় ধরা পড়লো বিরল প্রজাতির নীলগাই

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মালদা, ৫ অগাষ্ট, ২০২০:


অবশেষে গ্রামবাসীর চেষ্টায় ধরা পরল একটি নীলগাই। মালদা জেলার ইংলিশ বাজার থানা কাজি গ্রাম অঞ্চলের মানিকপুর এর ঘটনা। বেশ কিছুদিন যাবত ধরে আশেপাশের কয়েকটি এলাকার শাকসবজি নষ্ট করছিল । যার ফলে চাষীরা চিন্তায় ছিল । নীলগাইটি কে ধরার জন্যগ্রামবাসী জমিতে জাল বিছিয়ে রাখে সেই পাতানো জালে ধরা পড়লো নীলগাইটি । গ্রামবাসীরা বনদপ্তর কে খবর দিলে ছুটে আসে বনদপ্তরের আধিকারিক গন। নীলগাইকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ডেপুটি রেঞ্জ অফিসার সমর সাঁথিয়ার বাবু জানিয়েছেন যে মালদা জেলায় এই ধরনের নীলগাই কোথাও নেই। নদীর জল যেহেতু বেড়েছে সে হেতু নদীর জলে কোন এলাকা থেকে ভেসে এসেছে হয়তো । প্রাথমিক চিকিৎসার পর মালদার আদিনা ফরেস্ট রাখার ব্যবস্থা করব । ওই অঞ্চলের নেজামুল হক ও আরশাদ আলী জানিয়েছেন যে আমরা বেশ কিছুদিন যাবত ধরে নীলগাইটিকে ধরার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমরা নাগাল পাচ্ছিলাম না । নীলগাই টিকে বনদপ্তর এর হাতে তুলে দিতে পেরে গ্রামবাসী খুশি ।

Related posts

ভাতারে গুরুতর পথদুর্ঘটনা

E Zero Point

খেলতে গিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু এক শিশু কন্যার

E Zero Point

পুরুলিয়ার জঙ্গলমহল থেকে বিদায় নিল নাগা বাহিনী

E Zero Point

মতামত দিন