28/04/2024 : 5:55 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জনদরদী নেতা সুপ্রিয় সামন্ত করোনা আক্রান্ত, দ্রুত আরোগ্য প্রার্থণায় সমগ্র মেমারিবাসী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ২১ অগাষ্ট, ২০২০:


একদিকে করোনার ভয় আর অন্যদিকে লকডাউনের প্রভাব – এই দুইয়ের জাঁতাকলে যখন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে পথবাসী অসহায়, ঠিক তখন মেমারি পৌর শহরের বুকে ত্রাতার ভূমিকায় সকলের পাশে দাঁড়ায় মেমারির সকলের প্রিয় “গুটেন দা”। জনপ্রিয় তৃণমূল নেতা সুপ্রিয় সামন্ত – লকডাউনের প্রথম দিন থেকে তার সঙ্গীসাথীদের নিয়ে পথবাসী অসহায় ও দিনমজুরদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেন, তার সাথে বিভিন্ন ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ।
মানবসেবার মূল মন্ত্রে দীক্ষিত হয়ে আজ তিনি করোনা আক্রান্ত হলেন। ঘটনায় প্রকাশ কিছুদিন আগে গলব্লাডারের অপারেশনের জন্য তিনি কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন এবং বর্তমান করোনা পরিস্থিতির নিয়মানুসারে কোভিড টেষ্ট করার পর তার উপসর্গহীন করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে আছেন।

আমাদের সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি আবেদন জানান, এই কয়েকদিন তার সাথে যেসব ব্যক্তিরা দেখা করতে এসেছিলেন সকলে যেন করোনা পরীক্ষা করিয়ে নেয় এবং রিপোর্ট না আসা পর্যন্ত নিজেদেরকে হোম আইসোলেশনে রাখার জন্য।

গতকাল সুপ্রিয় সামন্তর করোনা আক্রান্তের খবরের পর তার সকল অনুরাগী ও মেমারিবাসী দ্রুত আরোগ্য প্রার্থণা করছেন।

Related posts

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়াল, মোট মৃত্যু ২১১ : নবান্ন

E Zero Point

আমফানে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা প্রকাশ ও ক্ষতিপূরণের দাবিতে গোবরডাঙ্গা পৌরসভায় বামফ্রন্টের ডেপুটেশন

E Zero Point

সম্প্রীতির মহরম মুর্শিদাবাদে

E Zero Point

মতামত দিন