29/03/2024 : 11:35 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শেষ পর্যন্ত জিআরও দপ্তর স্থানান্তর

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২০ অগাস্ট ২০২০:


শেষ পর্যন্ত বৃহস্পতিবার স্থানান্তরিত হল কালনা মহকুমা আদালতে জিআরও দপ্তর।   ভগ্নদশা ভবন থেকে এই দপ্তর সামরিক স্থানান্তরিত হল কালনা অতিরিক্ত জেলা ও দায়রা আদালত ভবনের  তৃতীয় তলায়।   উল্লেখ্য গত ১৩ ই জুলাই প্রথম এই দপ্তরের ছাদের চেঙ্গর ভেঙে দুজন কর্মচারী আহত হন।  তার পরেও বেশ কয়েকবার চেঙ্গর ভেঙে পড়ে।  যার ফলে প্রাণহানির আশঙ্কায় কর্মচারীরা দপ্তরের  কাজ বন্ধ করে দেন। অন্যদিকে গত ১৪ ই জুলাই মামলার গুরুত্বপূর্ণ নথি  নষ্ট বা   উধাও হওয়ার আশঙ্কায় কালনা  জিআরও  দপ্তর স্থানান্তরের দাবি তোলেন আইনজীবীরা।   কালনা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা বিচারপতির নিকট লিখিত দাবি করা হয়।   তার কপি দেওয়া হয় মুখ্যমন্ত্রী সহ  বিভিন্ন সরকারি দপ্তরে।  কালনা বার অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির অন্যতম সদস্য পার্থ সারথি কর বলেন–দিনের পর দিন  কালনা জিআরও  দপ্তরের ছাদের চাঙর ভেঙে পড়ায় কাজ করার পরিবেশতো নষ্ট হয়ই,   পাশাপাশি বহু মামলার গুরুত্বপূর্ণ নথি নষ্ট  বা উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।  তাই আজ জিআরও দপ্তর স্থানান্তরিত হওয়ায় স্বস্তি পাওয়া গেল।  কারণ এতে প্রাণহানি ও মামলার নথিপত্র হারানোর আর আশঙ্কা রইল না।

Related posts

শিয়ালদহে অনুষ্ঠিত হলো পঞ্চবান মহাসম্মেলন

E Zero Point

কৃষি বিলের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ কালনায়

E Zero Point

অবৈধ মাটি কাটার অভিযোগে মেমারিতে গ্রেফতার ৫

E Zero Point

মতামত দিন