03/05/2024 : 9:15 PM
আমার দেশব্যবসা বণিজ্য

আইফোন 12 ভারতে তৈরি করা হবে ২০২১ সালের মধ্যে

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, ২১ অগাষ্ট ২০২০:


চুক্তি প্রস্তুতকারক সংস্থা উইস্ট্রন আইফোন 12 ভারতে উৎপাদন শুরু করবে। আইফোন 12 ভারতে তৈরি করা হবে ২০২১ এর মাঝামাঝি সময়। অ্যাপল সম্প্রতি ভারতে আইফোন 11 এর সমাবেশ শুরু করে। অ্যাপল ভারতে স্থানীয়ভাবে আইফোন 12 তৈরি শুরু করার পরিকল্পনা করছে। নতুন পরিকল্পনাটি আগামী বছরের মাঝামাঝি সময়ে অ্যাপলের অংশীদার উইস্ট্রনকে সরিয়ে দেবে বলে জানা গেছে। কাপের্টিনো জায়ান্ট ইতোমধ্যে দেশে বিদ্যমান কয়েকটি আইফোন মডেল সংগ্রহ করছে। এর মধ্যে আইফোন ১১ এবং আইফোন এক্সআর পাশাপাশি আইফোন 6s এবং আইফোন 7 এর মতো মডেলগুলি অন্তর্ভুক্ত রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, উইস্ট্রন দেশে ২০১৭ সালে মে মাসে আইফোনের মডেলগুলি একত্রিত করা শুরু করে।

আইফোন 12 ভারতে তৈরি হওয়া নিয়ে অ্যাপল দ্বারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এটি ভারতে তৈরি করা হলে এটি সপ্তম আইফোন মডেল হবে বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে।অ্যাপল এ পর্যন্ত দেশে পাঁচটি আইফোন মডেলের উত্পাদন স্থানীয়করণ করেছে আইফোন 11 সর্বশেষতম মডেল যা জুলাই মাসে মেক-ইন-ইন্ডিয়া ট্রিটমেন্ট পেয়েছিল। উইসট্রনও এই বছরের শেষের দিকে দেশে আইফোনের এসই (২০২০) উৎপাদন শুরু করার পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে।

Related posts

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে শ্রী হরিবংশ নারায়ণ সিং নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

E Zero Point

UPI ট্রানজাকশন চালু থাকবে Paytm-এর?

E Zero Point

কৃষকদের স্বল্প মূল্যে সার সরবরাহ

E Zero Point

মতামত দিন