02/05/2024 : 12:09 PM
বিদেশ

সরে দাঁড়ালেন টিকটক প্রধান

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২৭ অগাষ্ট, ২০২০:


চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের প্রধান নির্বাহী (সিইও) কেভিন মেয়ার কোম্পানিটি থেকে সরে দাঁড়ালেন। বিবিসির খবর।

নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে আছে টিকটক। দেশটিতে টিকটক বিক্রি করতে ৯০ দিনের সময় বেধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর মধ্যে চীনা কোম্পানিটির শীর্ষপদের দায়িত্ব ছাড়লেন মেয়ার। এক বিবৃতিতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

টিকটক কর্মীদের উদ্দেশে এক চিঠিতে তিনি লিখেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজনৈতিক পরিস্থিতি তীব্রভাবে পরিবর্তিত হয়েছে। আমরা আশা করছি, খুব শিগগিরই একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে। তবে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি এ কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।

চলতি বছরের জুনে টিকটকে যোগদান করেছিলেন মেয়ার। এর আগে ওয়াল্ট ডিজনির স্ট্রিমিং সার্ভিসের প্রধান ছিলেন তিনি।

একইসঙ্গে ভিডিও শেয়ারিং অ্যাপটির মূল কোম্পানি বাইট ডান্সের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন মেয়ার।

Related posts

প্রয়াত হলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি আর দত্ত

E Zero Point

পাকিস্তানে স্বামীর গুলিতে সাংবাদিক স্ত্রীর মৃত্যু

E Zero Point

নারীর পদচিহ্ন এবার চাঁদে

E Zero Point

মতামত দিন