04/05/2024 : 4:29 AM
বাংলাদেশবিদেশ

অনলাইনে ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’ এর ট্রেলার প্রকাশিত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ব্রততী ঘোষ আলি, ২৮ অগাষ্ট, ২০২০:


ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’ এর ট্রেলার প্রকাশিত হলো গত ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত ৮ টায় ফেরদৌস খান পরিচালিত ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’ এর ট্রেলার এর শুভ উদ্ভোধন হলো। জুম অনলাইনে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন সংস্কৃত বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, নজরুল গবেষক ড. বাঁধন সেনগুপ্ত, কবি নাতনী খিলখিল কাজী ও অনিন্দিতা কাজী। যুক্ত হয়েছিলেন ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোস্তাফিজুর রহমান, কবি মনিরুল আলম । প্রতিমন্ত্রী কে এম খালিদ তাঁর বক্তব্যে এই কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর মন্ত্রনালয়ের পক্ষ থেকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন। জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, আমি এর পূর্বে নজরুল নিয়ে বাংলাদেশের কোনো তরুণকে এতবড় উদ্যোগ নিতে দেখিনি। অনুষ্ঠানের শুরুতে ডকুফিল্মের পরিচালক সবাইকে স্বাগত জানিয়ে তাঁর প্রারম্ভিক বক্তব্যে এই উদ্যোগের নানা দিক তুলে ধরেন। তিনি সমস্ত কলাকূশলীদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রযোজক আল আমিন খান, ডকুফিল্মটির উপদেষ্ঠা ইকরাম আহমেদ, সাব টাইটেল এর অনুবাদক প্রফেসর মাসুম বিল্লাহ, মিউজিক ডিরেক্টর পিন্টু ঘোষ। স্পন্সর প্রতিষ্টান টিভিএস অটোস এর সিইও বিপ্লব কুমার রায়, বায়োজিন লিমিটেড এর সিইও জাহিদুল হক। ইউনিভারর্সাল গ্রপের ম্যানেজিং ডাইরেক্টর ড. সোহানী হোসেন খুদে বার্তার মাধ্যমে আয়োজনের সফলতা কামনা করেন। উল্লেখ্য ইউনিভারর্সাল গ্রপের প্রতিষ্টান রত্ন দ্বীপ রিসোর্ট ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’ নির্মানে প্রধান স্পন্সর। ট্রেলার উদ্ভোদন অনুষ্ঠানে এছাড়াও বাংলাদেশ, ভারত সহ অন্যান্য দেশ থেকে নজরুল গবেষক শিল্পী তথা অনেক নজরুল ভক্ত- প্রেমিকরা যোগ দিয়েছিলেন। ঢাকাস্থ নজরুল সেন্টারের ব্যানারে গত দুই বছরের চেষ্টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্মের উপর ভিত্তি করে একটি পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়েছে। ১ ঘন্টা ৩৪ মিনিট ১২ সেকেন্ড ব্যপ্তিকালের এই তথ্যচিত্রটি এখন প্রদর্শণীর জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই পর্যায়ে ট্রেলার লঞ্চিংয়ের মাধ্যমে করোনা পরিস্থিতির আর একটু উন্নতি হলেই প্রথমে ঢাকা ও তারপর কলকাতাতে বড় কোনও সিনিপ্লেক্স এ প্রিমিয়ার শো করার মধ্য দিয়ে প্রদর্শনী শুরু হবে।

Related posts

জীবন নিয়ে রাজনীতি!

E Zero Point

ক্ষমতার নতুন মেরুকরণঃ ইসরায়েলের নজর দ. এশিয়ায়

E Zero Point

দুবাইয়ের “বং ক্রিকেট কার্নিভাল” টুর্নামেন্ট

E Zero Point

মতামত দিন