06/05/2024 : 1:07 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

একটার পর একটা টোটো চুরি, বিপাকে মালিকরা

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৩০ অগাস্ট ২০২০:


একটার পর একটা টোটো চুরি ও ছিনতাই হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন টোটো মালিকরা।  প্রতিটি চুরি ও ছিনতাইয়ের ঘটনা থানায় লিপিবদ্ধ করলেও একটারও কিনারা হয়নি। কালনা ২ নম্বর ব্লকে এক মাসের মধ্যে তিনটি টোটো চুরি ও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।  এই ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালা ও পাতিল পাড়া গ্রাম থেকে সম্প্রতি  রাতের অন্ধকারে দুটি টোটো চুরি হয়ে যায়। কালনা থানায় অভিযোগ লিপিবদ্ধ করার পর সেই ঘটনার কিনারা হতে না হতেই আবার চুরি।  এবার পিন্ডিরা  গ্রাম পঞ্চায়েতের কাশিপুর গ্রামে শনিবার রাতে বাড়ির সামনে থেকে চুরি হয়ে যায় দিনোবন্ধু কাটের টোটো।   এই ঘটনারও অভিযোগ লিপিবদ্ধ হয়েছে কালনা থানায়।

গত শুক্রবার কালনা ২  ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বাসাই গ্রামের মিলন কুমার দাস টোটো নিয়ে ভাড়া খাটতে বেরিয়েছিলেন।  হুগলি জেলার বলাগর থানার ইনছুড়া বাজার থেকে গুপ্তিপাড়া ঘাট পর্যন্ত সিমেন্টের টব নিয়ে যাওয়া ভাড়া হয়।  টব বোঝাই করে টোটো নিয়ে সে গুপ্তিপাড়া ঘাটের দিকে রওনা হয়। এই টবের দুজন মালিক বাইকে টোটোকে অনুসরণ করতে করতে আসে। ঘাটে পৌঁছানোর পর মালিকরা বলে—- তুমি ভাই মালগুলো আমাদের বাড়িতেই পৌঁছে দিয়ে এসো।  ভাড়া যা লাগে তাই দেবো।  সেইমতো টোটো ভাগীরথী নদী পার করে নদিয়া জেলার শান্তিপুর থানার বাঁশডোব গ্রামে নিয়ে আসে। সেখানে মিলন কুমার দাসকে একটি টব নিয়ে বাইকের পিছনে বসতে বলে মালিকদের মধ্যে একজন। কিছুটা দূরে একটি বাড়ির সামনে তাকে নামিয়ে দিয়ে বাইক আরোহী চম্পট দেয়। সেখান থেকে মিলন কুমার দাস টোটো দাঁড় করানোর জায়গায় ফিরে এসে দেখে টোটোও নেই, আর ওই দুই ব্যক্তিও নেই।  এই ব্যাপারে টোটোর মালিক শান্তিপুর থানায় অভিযোগ লিপিবদ্ধ করেছেন।

Related posts

করোনামুক্ত হয়েই মন্ত্রী স্বপন দেবনাথ সমাজসেবায় রত

E Zero Point

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত, বিজেপি কর্মী গ্রেপ্তার

E Zero Point

সমানে চলছে নাড়া পোড়ানোর কাজ – কবে সচেতন হব!

E Zero Point

মতামত দিন