06/05/2024 : 3:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গদুর্গাপুরপশ্চিম বর্ধমান

গুজরাতের পরীযায়ী শ্রমিকের পাশে দুর্গাপুরের সাংবাদিকগণ

জিরো পয়েন্ট নিউজ – সুব্রত মজুমদার, দুর্গাপুর, ১ সেপ্টেম্বর, ২০২০:


করোনা পরিস্থিতিতে বারবার লকডাউনে গুজরাত কর্মস্থলে আটকে পড়েছিলেন এরাজ্যের পঁচিশ জন পরিযায়ী শ্রমিক। এদের মধ্যে কিছু পরিযায়ী শ্রমিকের সাথে ছিল তাদের পরিবার পরিজন, ও খুদে সদস্যরাও। গুজরাতে এরা কেউ লোডিং আনলোডিংয়ের কাজ আবার কেউবা নির্মাণ শিল্পে কাজ করতো। শেষ পর্যন্ত গত শুক্রবার রাতে এরা গুজরাটের নোয়াপুরের নিজেদের কর্মস্থল থেকে বাসে দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুরে বাড়ীর উদ্দ্যেশে রওনা দেন। আজ অর্থাৎ সোমবার রাজ্যে লকডাউনে ভোরে তাদের বাস পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সিটি সেন্টারে ঢোকা মাত্রই লকডাউনের জেরে আটকে পড়েন এই পরিযায়ী শ্রমিকরা। ক্লান্তি, খিদে, তেষ্টার সাথে তাদের প্রয়োজন ছিল এক দিনের জন্য মাথা গোঁজার একটু আস্তানা। শেষ পর্যন্ত দুর্গাপুরের সাংবাদিকরাই সিটিসেন্টারে দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনালের নিচে থাকার ও খাবারের ব্যবস্থা করে দেন।

Related posts

শুরু হবে নাড়া পোড়ানোর বিরুদ্ধে বিশেষ অভিযান মেমারিতে, অবশেষে নড়েচড়ে বসলো প্রশাসন

E Zero Point

হেলমেট বিহীন বাইক চালকদের সচেতন করলো মেমারি থানার পুলিশ

E Zero Point

রাজ্য সড়কের উপর রণগ্রাম সেতুর পরিদর্শনে জেলাশাসক

E Zero Point

মতামত দিন