27/04/2024 : 1:46 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শহীদ দিবসে বিশেষ কর্মসূচি কালনায়

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১ সেপ্টেম্বর ২০২০:


সারা রাজ্য জুড়ে লকডাউন থাকায় সমস্ত রকম জমায়েত ও রাজনৈতিক কর্মসূচি বন্ধ।  তার মধ্যেও একটি বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে সোমবার শহীদ দিবস পালন করলেন কালনা শহরে বিভিন্ন গণসংগঠনের কর্মীরা। এই কর্মসূচির নেতৃত্ব দেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভানেত্রী অঞ্জু কর, জনা পাল, স্বপন ব্যানার্জি প্রমূখ।এদিন তারা কালনা পৌরসভার  ৭ , ১৩ এবং ১৬  নম্বর ওয়ার্ডে জীবাণুমুক্ত স্প্রে করেন।  তার আগে ১৯৫৯ সালে খাদ্য আন্দোলনে বীর শহীদদের স্মরণে  বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করা হয়।  কালনা শহর ৭ নং ওয়ার্ড জিউধারা কোয়ার্টারের সামনে  পতাকা উত্তোলন করেন এলাকার ৯৯ বছর বয়সি পার্টি দরদী সুধীর হালদার।  যুবনেতা নেপাল সরকার ও অরিজিৎ রায় জানান— খাদ্যের দাবিতে–খাদ্য আন্দোলন সংগঠিত হয়েছিল ৩১শে আগস্ট ১৯৫৯সালে।  সেই সময় রাজ্যে জুড়ে তীব্র খাদ্য সংকটের ফলে রাজ্যের গরিব সাধারণ মানুষের খাদ্যাভাবে দিন কাটাতো। খাদ্যের দাবিতে রাজ্যে জুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল বামপন্থীরা।   সেই ঐতিহাসিক দিনটি আজও প্রাসঙ্গিক। কিন্তু.আজ লকডাউনের কারণে সেই ঐতিহাসিক দিনটির তাৎপর্য কি তা মানুষের সামনে বোঝানোর কোন সুযোগ নেই। তাই পরিবর্তিত কর্মসূচি হিসেবে আমরা এলাকায় এলাকায় জীবাণুমুক্ত  স্প্রে করার   কর্মসূচি পালন করলাম।

Related posts

এবিভিপির ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তাল গোবরডাঙ্গা হিন্দু কলেজ

E Zero Point

কান্দি রেড ক্রসের উদ্যোগে অক্সিজেন কন্সেন্ট্রেটর উদ্বোধন

E Zero Point

কুসুমগ্রামের প্রান্তিক কৃষকের মেয়ে শ্রেয়ার স্বপ্ন ডাক্তার হওয়া

E Zero Point

মতামত দিন