28/04/2024 : 12:28 AM
বিদেশ

যুক্তরাষ্ট্রে টিকটকের বিক্রি ঠেকাতে চীনে নতুন আইন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ১ সেপ্টেম্বর, ২০২০:


টিকটকের ইউএস ভার্সন বিক্রি করতে হলে অ্যাপটির মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে চীন সরকারের অনুমতি নিতে হবে। টিকটক বিক্রি করে দিতে কোম্পানিটির ওপর ট্রাম্প প্রশাসনের চাপ বাড়ার পর চীন তাদের প্রযুক্তি নীতিমালায় এই শর্ত যোগ করেছে।

ব্লুমবার্গ জানিয়েছে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার নীতিমালায় পরিবর্তন আনা হয়। সেখানে বলা হয়েছে, এ ধরনের কোম্পানির মালিকানা বিদেশিদের কাছে বিক্রি করতে হলে জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকারের অনুমতি নিতে হবে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, যেকোনো চুক্তি সম্পাদনের জন্য সরকার থেকে অনুমতি নিতে হবে।

আমেরিকায় টিকটক নিষিদ্ধের তোড়জোড় শুরু হওয়ায় বাইটড্যান্স বেশ চাপে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি টিকটকের বিরুদ্ধে নির্বাহী আদেশে সই করেন। আদেশে জানান, সেপ্টেম্বরের ভেতর চীনা কোম্পানি বাইটড্যান্সকে তাদের টিকটক অ্যাপের ইউএস ভার্সন হয় বিক্রি করতে হবে, না হয় ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। পরে সময়সীমা বাড়িয়ে ১২ নভেম্বর পর্যন্ত করেন।

এমন আলোচনার ভেতর চীনের নতুন আইন তাদের বেশি বিপদে ফেলবে।

ট্রাম্পের দাবি, টিকটক চীন সরকারকে যুক্তরাষ্ট্রের তথ্য সরবরাহ করে।

নতুন আইনের কথা শুনে ট্রাম্প এখনো কোনো মন্তব্য করেননি।

Related posts

পাকিস্তানে স্বামীর গুলিতে সাংবাদিক স্ত্রীর মৃত্যু

E Zero Point

জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের মুখে লাগাম পরাতে একমত হয়েছেন বিশ্বনেতারা

E Zero Point

করোনার কবল থেকে বেঁচে ফিরলেন ৫৬ হাজার ব্যক্তি

E Zero Point

মতামত দিন