09/05/2024 : 8:19 PM
বিদেশ

বিশ্বে করোনায় প্রাণ গেল ৭ হাজার স্বাস্থ্যকর্মীর: অ্যামনেস্টি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর, ২০২০:


বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে চিকিৎসক, নার্সসহ অন্তত সাত হাজার স্বাস্থ্যকর্মী মারা গেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য দিয়েছে বলে কাতারভিত্তিক আলজাজিরা জানায়।

সংস্থাটির অর্থনৈতিক এবং সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রধান স্টিভ ককবার্ন বলেন, ‘প্রত্যকে স্বাস্থ্যকর্মীরই কর্মক্ষেত্রে সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। স্বাস্থ্যকর্মীদের এত মৃত্যু বড়ই লজ্জার।’

তিনি বলেন, মহামারিটির এত মাসেও স্বাস্থ্যকর্মীরা এখনো মারা যাচ্ছেন। মেক্সিকো, ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রের মতো দেশে এ মৃত্যুর হার ভয়াবহ। দক্ষিণ আফ্রিকা এবং ভারতে যেভাবে ভাইরাসটি দ্রুত বিস্তার করছে, এখনই উচিত এটির প্রতিরোধে বড় ধরনের পদক্ষেপ।

অ্যামনেস্টি জানায়, করোনায় সবচেয়ে বেশি স্বাস্থ্যকর্মী মারা গেছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে ৬৪৯ জন, ব্রাজিলে ৬৩৪ জন, রাশিয়ায় ৬৩১ জন এবং ভারতে ৫৭৩ জন।

আন্তর্জাতিক সংস্থাটি জানায়, স্বাস্থ্যকর্মীদের এ মৃত্যুহার সত্যিকার অর্থে কম মনে হলেও অনেক দেশ সরকারিভাবে তা সংরক্ষণ করেনি।

ডিসেম্বরে চীনের উহান থেকে বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত বিশ্বের দুই কোটি ৬৪ লাখের বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মৃত্যু সংখ্যা ছাড়িয়ে গেছে ৮ লাখ ৭৩ হাজার। তবে সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৮৬ হাজারের বেশি করোনা রোগী।

Related posts

ক্ষমতার নতুন মেরুকরণঃ ইসরায়েলের নজর দ. এশিয়ায়

E Zero Point

বিশ্ব জুড়ে খাদ্যদ্রব্যের দাম বাড়ছেই

E Zero Point

২৫০০ বছরের পুরোনো কফিন রহস্য-মিশরে

E Zero Point

মতামত দিন