01/05/2024 : 10:55 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে বামপন্থী মহিলাদের জীবাণুমুক্ত কর্মসূচি

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৫ সেপ্টেম্বর ২০২০:


সরকারে নেই, তবু দরকারে আছি– এই মনোভাব নিয়ে শনিবার পথে নামলেন পূর্বস্থলীর মহিলা টিম। করোনা ভাইরাস রুখতে  পূর্বস্থলী স্টেশন সংলগ্ন গোপাল মুখার্জি পল্লীতে  জীবাণুমুক্ত স্প্রে করার কর্মসূচি নেন তারা।  পাশাপাশি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির  পূর্বস্থলী আঞ্চলিক কমিটির উদ্যোগে সাধরণ মানুষকে করোনা নিয়ে সচেতন করাহয়।  সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন– মহিলা নেত্রী কমরেড আলেয়া বেগম, বাসন্তী কুরি, ভারতী দাস,  ঝুমা দত্ত প্রমুখ।    মহিলারা এদিন সাধারণ মানুষকে বোঝান—পশ্চিমবঙ্গে করোনার গোষ্ঠী সংক্রমনের শুরুতেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পাশাপাশি অপরিকল্পিত লকডাউনের ছেলেখেলায় সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে। কাজ নেই, রোজগার নেই। চরম অভাব এখন ঘরে ঘরে। এই অবস্থায় করোনায় আক্রান্ত হলে চিকিৎসা পাওয়া কার্যত অসম্ভব।  সরকারি হাসপাতালগুলিতে বেড নেই, পর্যাপ্ত ভেন্টিলেশন নেই, প্রয়োজনীয় চিকিৎসা পর্যন্ত নেই। রোগে আক্রান্ত মানুষ জন হাসপাতালের দরজায় দরজায় ঘুরে ভর্তি হতে না পেরে রাস্তাতেই মড়ছেন। তাই নিজেকে সুস্থ্য রাখতে গেলে সর্বোচ্চ সাবধানতা নিজেকেই নিতে হবে। কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলতেই হবে।

Related posts

ক্ষুদে ফুটবলার নুর হাসানের পাশে প্লেয়ার্স হিউম্যানিটি-র রহিম নবি

E Zero Point

তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির গলসীতে

E Zero Point

জামালপুরে জ্যোৎশ্রীরামে দেড় বছর পর শুরু হলো ১০০ দিনের কাজ

E Zero Point

মতামত দিন