06/05/2024 : 10:17 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

ট্রাফিকে বিশেষ নজরদারি মঙ্গলকোট থানার

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৬ সেপ্টেম্বর, ২০২০:


মঙ্গলকোট থানার লোচনদাস সেতুতে আজ বিশেষ নজরদারি চাল মঙ্গলকোট থানার পুলিশ। যে সমস্ত বাস ছাদ ভর্তি লোক নিয়ে যাচ্ছে সেই সমস্ত লোককে নামই দেয়া হলো বাসের ছাদ থেকে।পুলিশের উদ্যোগে খুশি এলাকার সাধারণ।
রাজ্যের সরকার সেভ ড্রাইভ, সেভ লাইফ, নিয়ে নানান প্রোগ্রাম করছেন। মানুষকে সচেতন করছেন। তবু এখনো কিছু মানুষ উদাসীন রয়েছেন।

মঙ্গলকোটের বাসিন্দা শেখ হায়দার জানান, মঙ্গলকোট থানার পুলিশ যেভাবে নজরদারি চালাচ্ছে আমরা খুবই খুশি ।আজ বাসের ছাদের লোক নিচে নামিয়ে দিল।একাধিক বাসে এই নজরদারি চালালো , আমি ব্যক্তিগতভাবে মঙ্গলকোট থানার পুলিশকে ধন্যবাদ জানাই ।পাশাপাশি অন্যান্য থানার পুলিশ এই বিষয়টি নজরদারি চালালে আরো ভালো হবে ।

Related posts

তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বঃ নিজের দলেরই ৭ প্রধানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা বিধায়কের

E Zero Point

দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে দুর্গাপুর অঞ্চলের তৃণমূল কার্যালয়ে পতাকা উত্তোলন

E Zero Point

প্রতিষ্ঠা দিবসে যুব তৃণমূল কংগ্রেসের শীতবস্ত্র দান মেমারিতে

E Zero Point

মতামত দিন