28/04/2024 : 3:44 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দাদার অনুগামীদের পক্ষ থেকে করোনা মোকাবিলায় মাস্ক বিতরণ মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ১৯ সেপ্টেম্বর ২০২০:


পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ‘আমরা দাদার অনুগামী’ লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে রাখি বন্ধন থেকে স্বাধীনতা দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মাস্ক বিতরণ করতে দেখা গিয়েছে শুভেন্দু-অনুগামীদের | বার বার দলীয় কর্মসূচিতে না থেকে সমান্তরাল ভাবে দাদার অনুগামীদের নিজের মতো করে এমন কর্মসূচি নিয়ে দলের মধ্যে যেমন প্রশ্ন উঠেছে | তেমনি এতে তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারী দূরত্ব বাড়ছে কি না তা নিয়েও জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে | কিন্তু শুভেন্দু অধিকারী কোন জল্পনাকে প্রাধান্য না দিয়ে সব সময় বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন |
বর্তমানে মাননীয় মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের দক্ষ সংগঠক শুভেন্দু অধিকারীর অনুগামী যারা ‘দাদার অনুগামী’ বলে পরিচিত, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন বুথে বুথে বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে |


আজ তেমনই এক পথচলতি সাধারণ মানুষকে মাক্স বিতরণ করল মেমারি ১ নম্বর ব্লকের মেমারি শহরে ‘দাদার অনুগামীরা’।
এই কর্মসূচিতে দাদার অনুগামীদের পক্ষ থেকে সুজন সর্দার, তারক রায় , মাফিক মোহাম্মদের মতো আরও বেশ কিছু দাদার অনুগামী | পথচলতি সাধারণ মানুষকে মাক্স প্রদান করেন এবং সাধারণ মানুষকে মাক্স ও স্যানিটাইজার ব্যবহার করার অনুরোধ করেন |
দাদার অনুগামীদের এহেন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন পথচলতি মানুষ থেকে শুরু করে মেমারি শহরবাসী |

Related posts

মেমারিতে ১ টাকায় ১ পোয়া দুধ

E Zero Point

পৌরসভা থেকে খাস বসবাস কারীদের ট্যাক্স রশিদ বিতরন

E Zero Point

বর্ধমান শহরে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করলো বামকর্মী সমর্থকরা

E Zero Point

মতামত দিন