06/05/2024 : 5:45 PM
আমার দেশ

চীনে তথ্য পাচারের অভিযোগে দিল্লীতে সাংবাদিক গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১৯ সেপ্টেম্বর, ২০২০:


দেশের ‘গুরুত্বপূর্ণ তথ্য’ চীনে পাচারের অভিযোগে রাজধানী দিল্লীতে এক ফ্রিল্যান্স সাংবাদিককে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ। পুলিশ বিবৃতিতে জানিয়েছে, রাজীব শর্মা (৬১) সাংবাদিককের ঘরে ভারতের প্রতিরক্ষা বিভাগের ‘গোপন তথ্য’ পাওয়া গেছে।

ওই ব্যক্তির সঙ্গে চীনের এক নারী এবং তার নেপালি সঙ্গীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। প্রশাসনের দাবি, তাদের কাছে অনেক অর্থ ছিল।

গত ১৫ তারিখ রাজীবকে আদালতে তোলা হয়। ছয় দিনের রিমান্ডে নেয়া হয়েছে তাকে। ২২ তারিখ রিমান্ড শেষ হচ্ছে। অতীতে পাঞ্জাবের এক ইংরেজি দৈনিকে কাজ করতেন তিনি। এ ছাড়া একটি সংবাদ সংস্থার সাংবাদিক হিসেবেও কাজ করেছেন।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডেপুটি কমিশনার সঞ্জীব কুমার যাদব জানান, চীনা গোয়েন্দাদের হাতে স্পর্শকাতর তথ্য তুলে দিচ্ছিলেন রাজীব শর্মা। চীনা নাগরিক ভুয়া সংস্থার মাধ্যমে বিপুল টাকা দিচ্ছিলেন ওই সাংবাদিককে। অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

Related posts

বিহারের দ্বারভাঙায় নতুন এআইআইএমএস প্রতিষ্ঠার অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

E Zero Point

চীনা চেংদু J-20 বনাম ভারতীয় রাফালঃ একটি তুলনামূলক আলোচনা

E Zero Point

পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করল বিএসএফ কর্তৃপক্ষ

E Zero Point

মতামত দিন