01/05/2024 : 5:42 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জমানো অর্থ থেকে ১ লক্ষ টাকা দান শিক্ষিকার

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৩ অক্টোবর, ২০২০:


জীবনের ৪০ টা বছর কাটিয়েছেন শিক্ষকতায়, অবসর নিয়েছেন ১৭ বছর , জীবনের প্রান্তে দাড়িয়ে তার জমানো অর্থ থেকে ১লক্ষ টাকা ৫টি কালনার স্কুলকে দিলেন । প্রত্যেক স্কুল এই কুড়ি হাজার টাকার সুদ থেকে প্রদেয় অর্থ পঞ্চম থেকে নবম শ্রেনী পর্যন্ত অঙ্কে সর্বোচ্চ ৮০ উপরে থাকা নাম্বার প্রাপককে শিক্ষিকার বাবার নামে পুরস্কার দেওয়া হবে।

উনি কালনার মহিষমরমর্দিনী গার্লস স্কুলের অঙ্কের শিক্ষিকা ছিলেন তাই ছাত্র ছাত্রীদের অঙ্কে উৎসাহিত করতেই এই উদ্যোগ ।

Related posts

আদিবাসী শিল্পী চাঁদ মনি হেমরমের পাশে বিধায়ক ও বামপন্থী সংগঠনের প্রতিনিধিরা

E Zero Point

মেমারিতে ফুটবল খেলার উদ্বোধন

E Zero Point

বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের মিছিল জামালপুরে

E Zero Point

মতামত দিন