29/11/2023 : 5:21 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বজ্রপাতে দুই মহিলার মৃত্যু মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর,  ২ অগাষ্ট ২০২২:


মেমারি দু’নম্বর ব্লকে বড়পলাশন ২ নম্বর অঞ্চলের অন্তর্গত বারোয়ারীতে গ্রামে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল দুই মহিলার ওই দুই মহিলার নাম মালতি সব্বর ও আশা সব্বর। মৃত দুই ব্যক্তি বোহার দু’নম্বর অঞ্চলের অন্তর্গত মশড়া গ্রামের বাসিন্দা বলে জানালেন বোহার দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান রেভানা ইয়াসমিন।


মৃত ব্যক্তি মালতি সব্বর আনুমানিক বয়স ৩২ বছর ও আশা সব্বর আনুমানিক বয়স ৩৭ বছর। স্থানীয় সূত্রে জানা যায় মাঠে কাজ করার সময় বাজ পড়ে অসুস্থ হয়ে পড়েন ওই দুই মহিলা। তাদের দুজনকে নিয়ে আসা হয় পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।


মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ এন্ড হসপিটালের মর্গে পাঠান বলে সূত্রে মারফত জানা যায়।

Related posts

এ বি টি এ বর্ধমান সদর দক্ষিণ মহকুমার ত্রিবার্ষিক সম্মেলন

E Zero Point

সুটরাঘাটে চরম ঝুঁকিপূর্ণ নদী পারাপার 

E Zero Point

ব্যবহৃত পিপিই কিট পরে থাকায় আতঙ্ক ছড়ালো তারকেশ্বর বাস স্ট্যান্ডে

E Zero Point

মতামত দিন