01/12/2023 : 4:10 AM
আমার দেশ

গ্যাসের দাম কমল সিলিন্ডার পিছু ৩৬ টাকা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১ অগাষ্ট ২০২২:


বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমল ।  সিলিন্ডার পিছু ৩৬ টাকা ৫০ পয়সা। এই দাম ১ অগাস্ট থেকে কার্যকরী হয়েছে। এর জেরে কলকাতায় এখন ১৯ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২ হাজার ৯৫ টাকা ৫০ পয়সা।

প্রাকৃতিক তেল ও গ্যাস সংস্থাগুলির তরফে জানানো হয়েছিল, ১ জুলাই থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও দেশজুড়ে একই মাত্রায় দাম কমছে না। জুলাইয়ের প্রথম সপ্তাহে কলকাতায় দাম কমেছিল সিলিন্ডার প্রতি ১৮২ টাকা। নতুন দাম হয়েছিল ২১৪০ টাকা। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থ সিলিন্ডারের দাম কমেনি।

মে মাসে ভারতে প্রথমবার হাজারের গণ্ডি পার করেছিল এলপিজি-র  দাম। গত দেড় বছরে ভারতে ৮ বার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। পেট্রল-ডিজেলের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে গ্যাসের দাম বাড়ছে। অন্যদিকে গৃহস্থ সিলিন্ডার বাবদ ভর্তুকি দিন দিন কমছে।

Related posts

লকডাউনের পর অশোক হোটেল খোলার প্রথম দিনে প্রস্তুতি পর্যালোচনায় কেন্দ্রীয় মন্ত্রী

E Zero Point

কৃষি ও সহযোগী ক্ষেত্রের স্বার্থ সুরক্ষায় মউ স্বাক্ষর

E Zero Point

পটল চাষ করে লাভের মুখ দেখছেন জামালপুরের চাষী

E Zero Point

মতামত দিন