জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৫ জানুয়ারি ২০২২:
মঙ্গলবার জিরো পয়েন্ট এর রিপোর্টে বলা হলেছিলো বিগত ১০ দিনে মোট ২৮৪ জন করোনা আক্রান্ত হয়েছে। বুধবার একদিনে ২২১ জন করোনা আক্রান্ত হলো। পরিস্থিতি যে ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তর থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, বুধবার বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ২২১ জনের মধ্যে কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে ।
জেলার মধ্যে বর্ধমান শহরে ৮৬ জন, বর্ধমান ১ ও ২ ব্লকে ৪০ জন। অন্যদিকে মেমারি ১ব্লকে ৫ জন, মেমারি ২ ব্লকে ২ জন ও মেমারি পৌরসভায় ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৪১৬৯৪ জন ও জেলায় ৪৯৬ জনের মৃত্যু হয়েছে। ৪০৬৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ৫০৩ জন। ব্লক ও পৌর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা:
আপনার এলাকার বিভিন্ন খবরাখবর জানতে-
♦ facebook লাইক ও ফলো করুন : https://www.facebook.com/zeropointpublication
♦ dailyhunt ফলো করুন : ZERO POINT ( https://dailyhunt.in/news/india/bangla/zero+point-epaper-zpoint )
♦ youtube চ্যানেল ZERO POINT NEWS সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA
♦ দেশ-বিদেশের খবরাথবর সাথে সাহিত্য-বিনোদন মূলক খবর জানতে সাবস্ক্রইব করুন আমাদের
♦ ওয়েবসাইট http://www.ezeropoint.net
♦ আপনার এলাকার বিভিন্ন সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471
♦ স্বল্পমূল্যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংস্থার প্রচারের জন্য বিজ্ঞাপন দিন আমাদের সংবাদ মাধ্যম ZERO POINT – এ যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471