23/04/2024 : 1:20 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনা সংক্রমনের হার বাড়ছেঃ আজ মেমারিতে ১৪, জেলায় ৯৯

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৪ জানুয়ারি ২০২২:


গত ২৬ ডিসেম্বর যেখানে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৫, প্রতিদিন একটু একটু করে বেড়ে আজ ৯৯ তে পৌঁছালো।  বিগত ১০ দিনে মোট ২৮৪ জন আক্রান্ত হয়েছে।

পূর্ব বর্ধমান জেলা তথ‍্য ও সাংস্কৃতিক দপ্তর থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ৯৯ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে এবং আজ ১ জনের মৃত্যু হয়েছে। মেমারি ১ব্লকে ২ জন, মেমারি ২ ব্লকে ৮ জন ও মেমারি পৌরসভায় ৪ জন মোট ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৪১৪৭৩ জন ও জেলায় ৪৯৬ জনের মৃত্যু হয়েছে  ৪০৬৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ২৯০ জন। ব্লক ও পৌর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা:

গত ৩ জানুয়ারি পর্যন্ত মেমারি পৌর এলাকায় অ্যাকটিভ কেসের সংখ্যা ৬ জন। মেমারি পৌরসভার ৩ নং ওয়ার্ডে ১ জন, ৯ নং ওয়ার্ডে ১ জন, ১০ নং ওয়ার্ডে ২ জন, ১১ নং ওয়ার্ডে ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে গত ৩ জানুয়ারি পর্যন্ত মেমারি ১ ব্লকের বাগিলা অঞ্চলে ১, দলুই বাজার ২- ২, দেবীপুরে ১, গোপগন্তার-২ – ১, নিমো-১ -১, নিমো -২ – ২ জন এবং মেমারি ২ ব্লকের কুচুট অঞ্চলে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

 

আপনার এলাকার বিভিন্ন খবরাখবর জানতে-
♦ facebook লাইক ও ফলো করুন :  https://www.facebook.com/zeropointpublication
♦ dailyhunt ফলো করুন : ZERO POINT ( https://dailyhunt.in/news/india/bangla/zero+point-epaper-zpoint )
♦ youtube চ্যানেল ZERO POINT NEWS সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA
♦ দেশ-বিদেশের খবরাথবর সাথে সাহিত্য-বিনোদন মূলক খবর জানতে সাবস্ক্রইব করুন আমাদের
♦ ওয়েবসাইট  http://www.ezeropoint.net
♦ আপনার এলাকার বিভিন্ন সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471
♦ স্বল্পমূল্যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংস্থার প্রচারের জন্য বিজ্ঞাপন দিন আমাদের সংবাদ মাধ্যম ZERO POINT – এ যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471

 

Related posts

দুর্গাপুরে আয়োজিত হলো বিবেক উৎসব

E Zero Point

বিজেপির রাজ্য নেতা গ্রেপ্তার মেমারিতে

E Zero Point

পুণ্যগ্রাম ধর্মশিমলা প্রগতি সংঘের স্বাধীনতা দিবস পালন ও একদিবসিও ফুটবল প্রতিযোগিতার আয়োজন

E Zero Point

মতামত দিন