27/04/2024 : 9:03 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

১৫ বছর ধরে নিকাশি নালার সমস্যা নসরতপুরে

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৯ অক্টোবর, ২০২০:


গত ১৫ বছর ধরে নিকাশি নালার সমস্যা, ব্যাপক সমস্যায় নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত জালুইডাঙা ও গৌরাঙ্গ পাড়া সংলগ্ন এলাকার ১২০ ঘর বাসিন্দারা। বহুবার পঞ্চায়েতকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। এসটিকে রোডের ওপর তৈরি হওয়া কালভার্টে এক অংশ বুজে গিয়ে এই সমস্যা তৈরি হচ্ছে। দীর্ঘ পনেরো বছর ধরে কালভার্ট না থাকার জন্য সমস্যায় ভুগছেন স্থানীয় মানুষেরা।

এর পর কালভার্ট তৈরি হলেও সেটিও বুঝে গিয়েছে একধারে। যার ফলে এ বছর সেই একই সমস্যায় দিন কাটাতে হচ্ছে তাদের. কারো ঘরের মধ্যে এক হাঁটু জল, কারও বাড়ির উঠোনে এক হাঁটু জল, প্রতিদিনই ঘরের মধ্যে ঢোকে সাপ, ব্যাপক আতঙ্কে দিন কাটায় স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই পুকুরের চেহারা নেয় বাড়ি ঘরদোর। একে করোনা পরিস্থিতি তাঁর উপর মশা ব্যাঙ এবং সাপের উপদ্রবে জেরবার ওই এলাকার স্থানীয় মানুষজনের। অবিলম্বে স্থায়ী সমস্যার সমাধান করা হোক চাইছেন গ্রামবাসীরা।

Related posts

দলীয় পতাকা উত্তোলন ও রাস্তা উদ্বোধন

E Zero Point

জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬

E Zero Point

মঙ্গলকোটে বাসের ধাক্কায় মৃত বৃদ্ধ

E Zero Point

মতামত দিন