28/04/2024 : 12:03 PM
দুর্গাপুজো সংবাদ

এখনও পুজোর কোনা বায়না নেই, চিন্তায় পূর্বস্থলীর মৃৎশিল্পীরা

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৯ অক্টোবর, ২০২০:


এবছর করোনাভাইরাস এর প্রভাব থাকায় পূর্বস্থলী ১ ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডার টিকুরির কুমোরটুলির মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এবছর সেরকমভাবে বায়না না থাকায় চিন্তায় আছেন মৃৎশিল্পীরা। দীর্ঘদিন লকডাউন থাকায় পুজো কমিটির বাজেট কম থাকায় বড়ো প্রতিমা কিনছে না। প্রতিমা তৈরীতে যে সকল উপকরণ লাগে সেই সব জিনিসের দাম দেরগুন বেড়ে গিয়েছে। তার ফলে প্রতিমা বিক্রিতে লাভ আসছে না। এমনই অভিযোগ মৃৎ শিল্পীদের।

আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজাকে ঘিরে এইসময় মৃৎশিল্পীদের স্নান-খাওয়া বন্ধ হয়ে যায় প্রতিমা বানানোর জন্য। কিন্তু এ বছর ঠিক তার উল্টো রুপ। এই ভান্ডারটিকুরীর কুমোরটুলিতে ব্যান্ডেল, কাটোয়া, জামালপুর এই সমস্ত জায়গা থেকে পুজো কমিটি গুলি আসে প্রতিমা কেনার জন্য। এবছর করোনা ভাইরাসের প্রভাবে ট্রেন না চলায় সেরকম ভাবে পুজো কমিটি গুলির দেখা নেই বলে জানান মৃৎ শিল্পীরা।
আগামী দিনে মৃৎ শিল্পীদের জন্য সরকার যদি কিছু করে সেই দিকেই তাকিয়ে আছেন ভান্ডারটিকুরির মৃৎশিল্পীরা।

 

Related posts

পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুজো কমিটির পাশে পল্লীমঙ্গল সমিতি

E Zero Point

দুর্গাপুজোয় মহিলা ঢাকি শিল্পীদের পাশে রাজ্য সরকার

E Zero Point

করোনা আবহে জৌলুসহীন কালেখাতলা ও বিশ্বরম্ভার দুর্গোৎসব

E Zero Point

মতামত দিন