19/05/2024 : 5:31 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবহরমপুরমুর্শিদাবাদ

রেল সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে কনভেনশন

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১৫ অক্টোবর, ২০২০:


আজ ১৫অক্টোবর বহরমপুর স্টেশন সংলগ্ন বিবেকানন্দ মুর্তির সামনে রেল সহ রাষ্ট্রায়ত্ব সংস্থা বেসরকারীকরণের প্রতিবাদে নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে ২২সেপ্টেম্বর শিয়ালদহ স্টেশনে অনুষ্ঠিত নাগরিক কনভেনশনে গৃহীত ১২-১৫অক্টোবর প্রতিবাদ আন্দোলনের অঙ্গ হিসাবে প্রতিবাদ সভার কর্মসূচী নেওয়া হয়েছিল।সেখানে বিভিন্ন স্তরের মানুষ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বক্তব‍্য তুলে ধরেন।বক্তারা বলেন ইতি মধ‍্যে ১০৯টি রুটে ১৫১জোড়া ট্রেন বেসরকারীকরণের জন‍্য টেন্ডার আহ্বান করা হয়েছে।ধাপে ধাপে সর্বাত্বক বেসরকারীকরণ করা হবে।বর্তমানে রেলে প্রায় ১৩লক্ষ কর্মচারী কাজ করে।আর ও লক্ষ লক্ষ বিভিন্ন স্তরের কর্মচারী রেলের সাথে যুক্ত।৪লক্ষ৩২হাজার হেক্টর জমির উপর১লক্ষ১৫হাজার কিলোমিটার বিস্তীর্ণ রেলপথ।রেল কর্মচারী,হকার,সবজী বিক্রেতা,ছোট দোকানদার,পরিচারিকা মিলে প্রায়২০কোটি মানুষ রেলের উপর নির্ভরশীল।এই নীতির ফলে তারা কর্মচ‍্যুত হওয়ার আশংকা থেকে যাচ্ছে।এছাড়া ব‍্যাঙ্ক,বীমা,প্রতিরক্ষা,কয়লা শিল্পের বেসরকারীকরণ সেই স্তরের মানুষকে বিপর্যস্ত করে তুলবে।বক্তাদের মধ‍্যে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক চন্দ্রপ্রকাশ সরকার,বিশিষ্ট শ্রমিক নেতা দ্বারক ঘোষ,নাগরিক প্রতিরোধ মঞ্চের রাজ‍্য প্রতিনিধি ওহিরুজ্জামান প্রমূখ।এই সভা সঞ্চালনা করেন বিঞ্জান ভাবনা সংগঠনের সম্পাদক দিলিপ দাস।

 

Related posts

দলত্যাগী সাংসদ সুনীল মণ্ডলকে দলে ফেরানো যাবেনা এই দাবিতে বর্ধমানে বিক্ষোভ অব্যাহত

E Zero Point

সন্দেহবশত যুবককে ব্যাপক মারধর ভাতারে

E Zero Point

দুই রাজ্যের সাংবাদিকের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন যুবক ফিরে পেল পরিবারের লোকজনদের

E Zero Point

মতামত দিন