05/05/2024 : 6:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ট্রাফিক সচেতনতায় ছড়া লেখার প্রতিযোগিতা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক২৭ অক্টোবর, ২০২০:


পূর্ব বর্ধমানের পাল্লারোড পল্লিমঙ্গল সব সময়ই ভাবে পথ নিরাপত্তার কথা, শুধু পুজো না সারা বছরই কাজে লেগে থাকে ট্রাফিক সচেতনতায় নতুন নতুন ভাবনা নিয়ে, প্রাক পুজোয় বেশ কয়েকটি জায়গায় সচেতনতা শিবির চালানোর পর পুজোর সময় মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতায় জোর দিল আবার , এইবারের ভাবনা “লিখব লাইন, মানব আইন, থাকব সচেতন, নিয়ম মতন” , পুজোয় আসা মানুষ জন কে সচেতন করতে মডেলের পাশাপাশি সচেতনতার ছড়া লেখার প্রতিযোগিতার আয়োজন, ট্রাফিক সচেতনতা নিয়ে ছড়া লিখলেই পেয়ে যাবেন বিনামূল্যে মাস্ক স্যানেটাইজার পুজোর ৪দিন, আর প্রতিদিন সেরা ১০ ছড়া প্রিন্ট করে লেখকের নাম সহ প্রকাশ পাবে মন্ডপ চত্বরে এবং আমাদের ফেসবুক পেজে ; পুজোর ৪দিনের থেকে সেরা ৪ লেখা কে পুরস্কৃত করব আমরা, ট্রাফিক সচেতনতা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ গড়ে তুলতেই এই আয়োজন।

Related posts

মেমারিতে সরকারী প্রকল্পের পানীয় জলের ট্যাঙ্ক খুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

E Zero Point

তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান মেখলিগঞ্জে

E Zero Point

হেপাটাইটিসের সচেতনতায় পুতুল নাচ

E Zero Point

মতামত দিন