জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৭ অক্টোবর, ২০২০:
লক্ষণ সেনের আমল থেকে বংশপরম্পরায় পুজো হয়ে আসছে রীতি মেনে। করোনা আবহে এবছরও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবছর সাবেকি মূর্তিতেই পুজো হয়। এখানে পশু বলির প্রচলন থাকলেও বিগত দুবছর ধরে পশুবলি বন্ধ করা হয়েছে, এখন পশুর বদলে চাল কুমড়ো বলি দেওয়া হয়। সকল পরিবারের অন্যতম সদস্য বাবলু সুকুল জানান এই পুজো তারা ছোট থেকেই দেখে আসছেন এবং পুজোর সঙ্গে এই পরিবারের ছোট থেকে বড় সবাই প্রথম প্রথম ভাবে জড়িত। তারা এই বছর করণা থেকে মুক্তির আশায় দশভূজা দেবী মহামা য়ার আরাধনায় ব্রতী হয়েছে। তাদের এ বছর মায়ের কাছে একটাই প্রার্থনা বিশ্বকে করণা মুক্তির জন্য।