31/01/2023 : 5:27 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদমুর্শিদাবাদ

জেমোর সুকুল বারির দূর্গা পুজা

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৭ অক্টোবর, ২০২০:


লক্ষণ সেনের আমল থেকে বংশপরম্পরায় পুজো হয়ে আসছে রীতি মেনে। করোনা আবহে এবছরও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবছর সাবেকি মূর্তিতেই পুজো হয়। এখানে পশু বলির প্রচলন থাকলেও বিগত দুবছর ধরে পশুবলি বন্ধ করা হয়েছে, এখন পশুর বদলে চাল কুমড়ো বলি দেওয়া হয়। সকল পরিবারের অন্যতম সদস্য বাবলু সুকুল জানান এই পুজো তারা ছোট থেকেই দেখে আসছেন এবং পুজোর সঙ্গে এই পরিবারের ছোট থেকে বড় সবাই প্রথম প্রথম ভাবে জড়িত। তারা এই বছর করণা থেকে মুক্তির আশায় দশভূজা দেবী মহামা য়ার আরাধনায় ব্রতী হয়েছে। তাদের এ বছর মায়ের কাছে একটাই প্রার্থনা বিশ্বকে করণা মুক্তির জন্য।

Related posts

টোটো ইউনিয়নের তরফ থেকে পুজোর সতর্কবার্তা

E Zero Point

পশ্চিমবঙ্গ সাঁওতালি শিক্ষক সংগঠনের উদ্যোগে ১৬৫তম হুল দিবস পালন পান্ডুয়ায়

E Zero Point

মেমারি কলেজ ছাত্রীকে ছুরি মারার ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি

E Zero Point

মতামত দিন