29/11/2023 : 5:33 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদপূর্ব বর্ধমান

জীবন্ত মা দুর্গার আরাধনায় মন্ত্রী স্বপন দেবনাথ

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৭ অক্টোবর, ২০২০:


পিছিয়ে পড়া আদিবাসী সমাজের গরিব দুস্থ শিশুদের আনন্দ দেওয়ার জন্য দামোদর পাড়ায় দুর্গাপুজোর করে থাকেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।  দামোদরপাড়া অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রম ছেলেরাও যেমন অংশগ্রহণ করেন এই পুজোয় ঠিক তেমনই ওই এলাকার পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মানুষেরা অংশগ্রহণ করে।

পুজোর চারদিনই তাদের খাওয়ানোর ব্যবস্থা করে থাকে মন্ত্রী নিজেই। সেই মতো দশমীর দিন মাংস ভাত খাওয়ানোর আয়োজন করেছিলেন মন্ত্রী। পাশাপাশি অনাথ আশ্রমে শিশুদেরকে দেবী দুর্গা কার্তিক গণেশ সাজিয়ে মাতৃরূপে  পুজো করা হয়। সেই মতো আজ বিজয়া দশমীর দিন সেই অনুষ্ঠান সম্পন্ন হল দামোদর পাড়া বৃদ্ধাশ্রমে। মন্ত্রীর এই উদ্যোগে খুশি স্থানীয় এলাকাবাসীরা।

Related posts

ড. শ্যামাপ্রসাদ মুখার্জি চর্চা কেন্দ্রের শিক্ষক দিবস উদযাপন মেমারিতে

E Zero Point

সিমলন গ্রামের সু-সন্তান প্রয়াত

E Zero Point

রক্তের ঘাটতি মেটাতে এগিয়ে এলো পালপুকুর উন্নয়ন সংঘ

E Zero Point

মতামত দিন