23/04/2024 : 9:05 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে ঘোষাল পরিবার এবং নন্দন পরিবার দশমীতে সিঁদুর খেলায় মাতলেন

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৭ অক্টোবর, ২০২০:


সমস্ত রকমের রীতিনীতি মেনেই পূর্বস্থলী দু নম্বর ব্লকের কাস্টশালির ঘোষাল পরিবারের সম্পন্ন হল দুর্গোৎসব। আনুমানিক দুশো বছরের অধিক প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় বিজয়া দশমীর দিন একাধিক রীতিনীতি রয়েছে। সেই মতো দেবী এখানে পান্তা ভাতের ভোগ নিবেদন করে কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করানো হয় দেবিকে। এদিন বিজয়ার দিন সিঁদুর খেলার প্রচলন রয়েছে ঘোষাল বাড়িতে। বাড়ির গৃহবধূরা সিঁদুর খেলায় মাতেন পুজোর শেষে. পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঘট নাড়িয়ে দেবী কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করেন।

এর পাশাপাশি সমস্ত রকমের রীতিনীতি মেনেই কাস্টশালির নন্দন পরিবারের সম্পন্ন হল দুর্গোৎসব। ৫৭ বছরের প্রাচীন নন্দন বাড়ির পুজোয় বিজয়া দশমীর দিন একাধিক রীতিনীতি রয়েছে। এদিন বিজয়ার দিন সিঁদুর খেলার প্রচলন রয়েছে নন্দন বাড়িতে। বাড়ির গৃহবধূরা সিঁদুর খেলায় মাতেন পুজোর শেষে। করোনা ভাইরাসের প্রভাব থাকায় এ বছর বাইরের লোককে সিঁদুর খেলায় প্রবেশের অধিকার দেওয়া হয়নি। বাড়ির গৃহবধূরাই সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন। এবার পুজোর প্রসাদও বাড়ির মধ্যেই বাড়ির সদস্যদের মধ্যেই বিতরণ করা হয়েছে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঘট নাড়িয়ে দেবী কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করেন।

Related posts

গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক

E Zero Point

গলসীর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন মহিলা শ্রমিকের

E Zero Point

মেমারি পৌরসভার ১৫ নং ওয়ার্ডে তৃণমূলের পথসভা

E Zero Point

মতামত দিন