02/05/2024 : 1:53 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কান্দিতে বিভিন্ন পুজো কমিটির প্রতিমা নিরঞ্জন

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৮ অক্টোবর, ২০২০:


সরকারি বিধি-নিষেধকে মাথায় রেখে, কলকাতা হাই কোর্টের রায় কে মান্যতা দিয়ে এবছর ছাতিনাকান্দি ৬ এর পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি জৌলুসহীন ভাবে স্থানীয় পুকুরে প্রতিমা নিরঞ্জন করল দ্বাদশীর দুপুরে।

অন্যদিকে দ্বাদশীর সকালে কান্দি জেমো ইন্দ্র তলার দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হলো। স্বাস্থ্যবিধি কে মাথায় রেখে দ্বাদশীর দিন সকালে স্থানীয় পুকুরে শুধুমাত্র ঢাক সহকারে প্রতিমা নিরঞ্জনের কাজ সারলেন জেমো ইন্দ্র তলা দুর্গাপূজা কমিটি।

এর পূর্বে কান্দির লাহিড়ী পাড়া সুবাস সংঘার প্রতিমা বিসর্জন হল একাদশীর সন্ধায়।কান্দি থানার ঘাট সমস্ত রকম করোনা বিধি কে মাথায় রেখে আজ সুবাস সংঘের প্রতিমা নিরঞ্জন করলো ঘটে মোতায়েন থাকা পৌর কর্মীরা।

 

Related posts

আদিবাসী সংস্কৃতির ধারাকে বহন করতে আদিবাসী মেলা জামালপুরে

E Zero Point

গুসকরা সুকান্ত পল্লীতে পরিবেশিত হলো নাটক

E Zero Point

মেমারির গর্ব প্রিয়াস্মিতাঃ দৃষ্টিহীন চোখে সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন

E Zero Point

মতামত দিন