11/10/2024 : 4:01 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরের বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন

তন্ময় পালিত, জামালপুরঃ পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বনবিবিতলা উচ্চ বিদ্যালয় উঃ মাঃ ( সাধারণ ও বৃত্তিমূলক শিক্ষা, সহ শিক্ষা মূলক) এই লকডাউন পিরিয়ডে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করল। বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের ইকো ক্লাবের কো- অডিনেটর তথা সহ শিক্ষকসুদীপ স্যার ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের বাড়িতে বা বাড়ি সংলগ্ন অঞ্চলে বৃক্ষ রোপণ করতে উদ্বুদ্ধ করেন এবং সারা বছর সেই বৃক্ষ পরিচর্যা করতে বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শ্যামল কুমার রায় ও সহ শিক্ষক রতন চন্দ্র ধাড়া বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরেন।  প্রধান শিক্ষক, শ্যামল কুমার রায় জানান যে এই লক ডাউন পিরিয়ডেও যেভাবে সকলের সাড়া পাওয়া যাচ্ছে তাতে বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীদের ও বৃহত্তর সমাজের নিবিড় সম্পর্কের ছবিই স্পষ্ট হয়।

প্রসঙ্গগত উল্লেখ্য বনবিবিতলা উচ্চ বিদ্যালয় লকডাউন চলাকালী অনলাইনে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী পালন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে।

Related posts

ভাতারের ১৬০টি পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা এসজিজিটি

E Zero Point

কালনায় আগামী বাংলা গঠনে বুদ্ধিজীবিদের সমাবেশ

E Zero Point

অঙ্গদান, মহাদানঃ কলকাতা থেকে ফুসসুস যাচ্ছে হাইদ্রাবাদে

E Zero Point

মতামত দিন