01/10/2023 : 1:27 AM
কৃষ্টিবিনোদন

আজ রাত ৮ টায় বাংলা ব্যান্ড “লালন ষ্ট্রিং”-এর লালন ফকিরের প্রতি সুরাঞ্জলি

প্রেরণা দেঃ “সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে।।
কেউ মালায় কেউ তসবি গলায়, তাইতে যে জাত ভিন্ন বলায়। যাওয়া কিম্বা আসার বেলায়,জাতের চিহ্ন রয় কার রে।।”

লালন ফকির ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক। তাঁর গানের মধ্যে সন্ধান পাওয়া যায় এক বিরল মানব দর্শনের। লালন শাহ, যিনি লালন ফকির বা লালন সাঁই নামেও পরিচিত, তিনি মৃত্যুর ১২৯ বছর পর আজও বেঁচে আছেন তাঁর গানের মাঝে। তাঁর লেখা গানের কোন পাণ্ডুলিপি ছিল না, কিন্তু গ্রাম বাংলায় আধ্যাত্মিক ভাবধারায় তাঁর রচিত গান ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে।

আর সেই মহান ব্যক্তিত্ব লালন ফকিরকে আজ গানের মাধ্যমে সুরাঞ্জলি দেবেন পশ্চিম বঙ্গ তথা বাংলাদেশে জনপ্রিয় বাংলা ব্যান্ড “লালন ষ্ট্রিং”। “আমি অপার হয়ে বসে আছি” শীর্ষক মিউজিক্যাল ট্রিবিউটের মাধ্যমে। আজ রাত ৮টা “লালন ষ্ট্রিং” ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

“লালন ষ্ট্রিং”-এর পক্ষ থেকে তার অজস্র শ্রোতাদের জানানো হয় যে, আজকের অস্থির পরিবেশে লাললতত্ত্ব প্রত্যেক মানুষের শেখা উচিৎ, মানবিক উন্মেষ ঘটাতে সাহায্য করে লালন শাহের দর্শন। আজ রাত ৮ টায় “লালন ষ্ট্রিং”-এর গানটি রিলিজ হবে, সকলকে তাদের ইউটিউব চ্যালেলটি (https://www.youtube.com/channel/UCyfm2UcZUjoZOQQp9_8LFrw) সাবস্ক্রাইব করার অনুরোধ জানানো হয়।

Related posts

পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ এর ১০৯ তম জন্মবার্ষিকী উদযাপন

E Zero Point

সংকটজনক অবস্থায় বাংলা ছবির অভিনেত্রী অনামিকা সাহা

E Zero Point

কোথায় কী? নিউ সান ক্লাবের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বাণী বন্দনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

E Zero Point

মতামত দিন