11/05/2024 : 4:26 AM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কাটোয়ায় লক্ষী পুজো

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়,কাটোয়া, ৩০ অক্টোবর ২০২০:


পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে গিনি স্টার ক্লাবের কোজাগরী লক্ষ্মী পূজা এবার ২৮ বছরের পদার্পণ করল। আর একটি নাগিন স্টার ক্লাবের কোজাগরী লক্ষ্মী পূজা এবারে ১২ বছরের পদার্পণ করল। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর জন্য করোনা আবহের জন্য উদ্যোক্তারা অনুষ্ঠানের বেশ কিছু কাটছাঁট করেছেন। আলোকসজ্জা থেকে প্রতিমা প্যান্ডেল সবেতেই কিছুটা ভাটা পড়েছে।

উদ্যোক্তাদের কথায় জানা গেল যে,গ্রামের অধিকাংশ মানুষ কাজের তাগিদে বছরভর দিল্লী,জয়পুর কিংবা আরও দুরে থাকেন। এদের অনেকেই স্বর্ণ শিল্পের সঙ্গে যুক্ত‌‌।অনেকেই অন্যান্য পেশাতেও যুক্ত।তাই তারা দুর্গাপুজোর সময় বাড়ি আসতে পারেন না। তাই দুর্গাপুজোর আনন্দকে পুষিয়ে নিতে কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতে। তাই দুর্গাপূজোর আনন্দটাকে একে অপরের সঙ্গে ভাগ করে নিতে এই গ্রামে লক্ষ্মী পুজোকে বড় পূজার আকার দিয়েছে। কিন্তু এবছর অতি মাড়ির কথা মাথায় রেখে সমস্ত অনুষ্ঠান থেকে তারা বিরত থাকছে।

 

Related posts

বর্ধমানে চিত্রপ্রদর্শনী

E Zero Point

পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে পেশ করা হলো স্মারকলিপি

E Zero Point

পূর্ব বর্ধমানে করোনায় প্রথম মৃত্যু – মেমারির ৭০ বছরের বৃদ্ধের

E Zero Point

মতামত দিন