27/04/2024 : 7:55 AM
আউসগ্রামআমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আউসগ্রামের ডোকরা শিল্পীদের বস্ত্র ও খাদ্য প্রদান

পরাগ জ্যোতি ঘোষ, আউসগ্রাম, ২৬ জুলাইঃ


আউসগ্রাম বাসষ্ট্যান্ড সংলগ্ন ডোকরা শিল্পীদের আজ খাদ্য ও বস্ত্র দান করলেন এস.জি.জি.টি. স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার পক্ষ থেকে সংস্থার কর্ণধার শর্মিষ্ঠা সিংহ রায় উপস্থিত ছিলেন। সংস্থার বিশেষ প্রতিনিধি দেবাশীষ মোদক জানান আউসগ্রাম বাস স্ট্যান্ডের পাশেই থাকেন প্রায় আঠেরটি পরিবার যারা ডোকরা শিল্পের সাথে যুক্ত । করোনা আবহে আজ তারা সকলেই কর্মহীন। তাই খুবই কষ্টে দিন কাটছে তাদের । এইসকল অসহায় মানুষগুলো তাই ঠিকঠাক জীবন-যাপন করতে পারছেন না। এদের কিছু সাহায্য করার জন্যই তাদের সংস্থার পক্ষ থেকে সংস্থার কর্ণধার শর্মিষ্ঠা সিংহ রায় নিজ হাতে বস্ত্র ও খাদ্য তুলে দেন ।

সংস্থার পক্ষ থেকে চাল ডাল, আলু, পেঁয়াজ, সোয়াবিন, মুড়ি, সাবান ইত্যাদি তুলে দেওয়া হয় ওই সকল পরিবারকে। পরিবারগুলি এত খুশি এবং আনন্দিত যে হাতে তৈরি জবা ফুলের মালা পরিয়ে দেন তাদের নয়নের মনি শর্মিষ্ঠা সিংহ রায়কে। এ এক অন্য অনুভূতির জগত। দেবাশিস বাবু আরো জানান তারা সকলেই আপ্লুত এবং কৃতজ্ঞ ঐসকল মানুষগুলোর কাছে। তাদের উপকার করতে পেরে তারা প্রত্যেকেই ভীষণ খুশি এবং ভবিষ্যতে তারা তাদের সংস্থার পক্ষ থেকে এই সকল অসহায় পরিবারগুলোর পাশে থাকবেন বলে জানান দেবাশিস বাবু । প্রসঙ্গত বলা যায় সংস্থার কর্ণধার শর্মিষ্ঠা সিংহ রায় আজ সকালেই সুদুর কলকাতা থেকে গাড়ি করে সেই সাত সকালে পাড়ি দিয়েছিলেন গুসকরার পাশাপাশি অঞ্চলগুলিতে। সকালের দিকে তারা কাশেম নগর এলাকায় পথচারীদের মাস্ক প্রদান করেছেন এবং সেই অনুষ্ঠানটি সমাপ্ত করে তিনি এবং তার সংস্থা ছুটে এসেছিলেন আউসগ্রামের ডোকরা শিল্পীদের পাশে। তাদের এই সেবামূলক কর্মকান্ড দেখে সকল মানুষ এই সংস্থাটিকে ধন্য ধন্য করছেন।

Related posts

করোনা প্রতিরোধে মহাকালের পুজো

E Zero Point

বর্ধমানের গ্রামের ছেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভূগোলে ফাস্ট ক্লাশ ফাস্ট

E Zero Point

কোভিড বিধি মেনে মেমারিতে জগৎ গৌরি মায়ের পুজো শুরু

E Zero Point

মতামত দিন