04/05/2024 : 2:31 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগ উঠল স্টিল কোম্পানীর বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ৫ নভেম্বর, ২০২০:


ক্রেতাদের প্রলোভন দেখিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগ উঠল পুরাতন মালদার একটি স্টিল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। মালদা শহরের বিভিন্ন জায়গায় বড় বড় হেডিং দিয়ে ওই স্টিল প্রাইভেট লিমিটেড দাবি করছে তাদের কোম্পানির তৈরি টিএমটি বার অন্যান্য কম্পানির চাইতে সবচেয়ে উন্নত। যদি কেও তাদের কোম্পানির তৈরি টিএমটি বারের চাইতে ভালো বা সমকক্ষ প্রমাণ করতে পারে তাহলে নগদ ৫লক্ষ টাকা দেওয়া হবে।

এই ধরনের বিঞ্জাপন উপভোক্তা বিষয়ক আইন বিরোধী। তাই এবারে এই অভিযোগ তুলে
এই বিঞ্জাপনের বিরোধিতা করে অরিন্দম মৈত্র নামে এক ব্যাক্তি কনজিউমার ফোরাম সহ উচ্চ দপ্তরে লিখিত অভিযোগ করেন। তিনি জানান এই ধরনের বিজ্ঞাপন ক্রেতাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। এই ধরনের বিজ্ঞাপন উপভোক্তা বিষয়ক আইনি বিরোধী। এই নিয়ে সোচ্চার হয়েছেন তিনি। তিনি আরো জানান ওই স্টিল প্রাইভেট লিমিটেড মুর্শিদাবাদ, উঃ ও দঃ দিনাজপুর সহ মালদাতে বড় বড় হডিং করে এই বিজ্ঞাপন দিয়েছে। কিন্তু ওল্ড মালদার নলডুবি এলাকার তাদের অফিসে তালা বন্ধ রয়েছে। এই বিষয়ে অথরাইজড ডিলার এর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে কোনো সদ্দুত্তর পাওয়া যাইনি।

Related posts

“সহানুভূতি” রসুলপুরের অসহায় মানুষের অক্সিজেন

E Zero Point

মেমারির এক সাধুর মৃত্য হলো পান্ডুয়া রেলস্টেশনে

E Zero Point

কেতুগ্রাম বিধানসভার সিপিএম প্রার্থী মিজানুর কবির এর নিবিড় প্রচার

E Zero Point

মতামত দিন