01/05/2024 : 6:33 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

৪০০ বছরের পুরনো ভারতী বাড়ির কালী পুজো

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া, ১৫ নভেম্বর ২০২০:


পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের করুই অঞ্চলের করুই গ্ৰামের দক্ষিণ পাড়ার ভারতী বাড়ির কালী পুজো প্রায় ৪০০ বছরের পুরনো। মায়ের মন্দির মাটির খরের চালের। ভারতী বাড়ির কালী ঠাকুরের ছবি তোলা নিষিদ্ধ। এখানে মায়ের বিভিন্ন রকমের স্বপ্নাদি ওষুধ দেওয়া হয়। এইখানকার মায়ের মাহাত্ম্য অনেক।

পুরনো রীতি মেনে পুজো করা হয়। পুজোতে ভোগ দেওয়া হয়। এই পুজোয় বলিদান প্রথা চালু রয়েছে। এই পুজো উপলক্ষে বাইরে থেকে বহু আত্মীয়-স্বজন আসে। করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশে মেনে এইবার ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Related posts

পূর্ব বর্ধমানে গোবিন্দভোগ ধানে ব্যপক ক্ষতি

E Zero Point

উৎসশ্রী কি কোনো নতুন দূর্নীতির জন্ম দেবে?

E Zero Point

পাণ্ডুয়ায় পঞ্চায়েত সদস্যর দলবদল কংগ্রেস থেকে তৃণমূলে

E Zero Point

মতামত দিন