06/05/2024 : 2:21 PM
আমার বাংলাকলকাতা

নন ইনভ্যাসিভ ভেন্টিলেশনে প্রাক্তণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  কলকাতা, ৯ ডিসেম্বর, ২০২০:


আজ শ্বাসকষ্টজনিত কারণে কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। যদিও তার করোনা  রিপোর্ট নেগেটিভ আসে।  কিন্তু সংকট কাটেনি বলেই জানালেন চিকিৎসকেরা। এখনও সংজ্ঞাহীন বামফ্রন্টের বর্ষীয়ান নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তণ মুখ্যমন্ত্রীর।

চিকৎসকরা জানিয়েছেন নিউমোনিয়ার চিহ্ন রয়েছে ফুসফুসের উপরিভাগে। মস্তিষ্কের সিটিস্ক্যান রিপোর্ট জানাচ্ছে, সেখানে ছোটখাটো অস্বাভাবিকত্ব (স্ট্রোকজনিত সমস্যা) রয়েছে। নন ইনভ্যাসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।

নিউমোনাইটিসে আক্রান্ত হয়ে গত বছরের সেপ্টেম্বরেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার পর থেকে বাড়িতেও নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। বুধবার সমস্যা বাড়ার পর পরিবারের সদস্যরা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তিনি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার পরেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Related posts

ঘুম উড়েছে চন্দননগরের আলোক শিল্পীদের

E Zero Point

মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে হাসপাতালে ফল বিতরণ

E Zero Point

পুজোর মুখে জমজমাট সমুদ্রগড়ের তাঁতি কাপড় হাট

E Zero Point

মতামত দিন