10/05/2024 : 11:20 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

৭৫ দিনের মাথায় অনশন তুলে নিলেন অস্থায়ী শিক্ষাকর্মীরা

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ২২ ডিসেম্বর, ২০২০:


মুখ্যমন্ত্রীর আশ্বাসে ৭৫ দিনের মাথায় অনশন তুলে নিলেন অস্থায়ী শিক্ষাকর্মীরা। স্থায়ীকরণ, বেতন কাঠামো পরিবর্তন সহ চার দফা দাবি নিয়ে মালদা কলেজ গেটের সামনে অনশনে বসেছিলেন শিক্ষা কর্মীরা। দীর্ঘ ৭৪ দিন অনশন চলার পর গতকাল মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর অনশন তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী কয়েকদিনের মধ্যেই তাদের দাবি গুলি বিবেচনা করে দেখা হবে বলে লিখিত আকারে জানানো হয়েছে তাদের। এই আশ্বাসের পর আজ অনশন তুলে নেন অস্থায়ী শিক্ষাকর্মী রা।

Related posts

ঘরের দাবিতে রাস্তা অবরোধ

E Zero Point

এত তাড়াতাড়ি বাংলার মানুষ বদল চাই নাঃ সিদ্দিকুল্লা চৌধুরী

E Zero Point

করোনার স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুললো মেমারি সাতগেছিয়ায়

E Zero Point

মতামত দিন