07/05/2024 : 10:08 AM
আমার বাংলা

পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত ১০ শতাংশ: প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

জিরো পয়েন্ট নিউজ -রূপাঞ্জণ রায়, কলকাতা, ২৪ ডিসেম্বর ২০২০:


রাজ‍্যে ১৬,৫০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।  অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, শেষ হবে ৬ জানুয়ারি ২০২১।

মোট শূন্যপদের ১০ শতাংশ পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত করা হয়েছে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারি হিসাব মতন সব সুবিধা পাবেন।

একনজর:

১. শূন্যপদ: মোট শূন্যপদ ১৬,৫০০টি। সংরক্ষিত প্রার্থীদের রাজ্যের নিয়ম অনুযায়ী শূন্যপদ সংরক্ষিত আছে। মোট শূন্যপদের ১০% পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত।

২. বেতনের স্কেল: বেসিক ২৮,৯০০ টাকা। এর সঙ্গে ডিএ এবং এইচআরএ হিসাবে বেসিকের ১২%।

৩. যোগ্যতা:

(ক) প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে। ০১.০১.২০ হিসেবে নূন্যতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

(খ) ডিএড বা বিএড পাস হতে হবে। যারা B.ed/D.ed Pursuing হিসেবে এর আগে ফর্ম পূরণ করেছিলেন, তাদের ২৩/১২/২০২০ তারিখের মধ্যে বিএড/ডিএড পাশ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা/কাস্ট সার্টিফিকেট ইত্যাদি ২৩/১২/২০২০ তারিখ পর্যন্ত বিবেচিত করা হবে।
(গ) পশ্চিমবঙ্গ বোর্ড কর্তৃক গৃহীত শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) ২০১৪ সালে পাস থাকতে হবে।
(ঘ) বিদ্যালয়ের মাধ্যমের সাথে সম্পর্কিত ভাষায় পড়ার, লেখার এবং কথা বলার ক্ষমতা থাকতে হবে।

৪. ইন্টারভিউ: ১০.০১.২০২১ থেকে ১৭.০১.২০২১ পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। (যোগ্য প্রার্থীদের তাদের যাচাই-বাছাইয়ের স্থান, তারিখ এবং সময় সম্পর্কে অবহিত করা হবে!

৫. আবেদনের ফি: আবেদন ফি হিসাবে ২০০ টাকা জমা করতে হবে। (এসসি / এসটি / পিএইচের জন্য ৫০ / – টাকা)।

৬. এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট: www.wbbpe.org এবং wbbprimaryeducation.org তে উপলব্ধ।

৭. আবেদন প্রক্রিয়া: www.wbbpe.org, এবং wbbprimaryeducation.org অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ২৩.১২.২০২০ থেকে ০৬.০১.২০২১ এর মধ্যে আবেদন করতে হবে।

 

 

Related posts

উত্তর প্রদেশের গণধর্ষণের প্রতিবাদে মেমারিতে তৃণমূলের মিছিল

E Zero Point

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মৃত্যু পরীক্ষার্থীর

E Zero Point

শুভেন্দু অধিকারী অনুগামীদের পক্ষ থেকে বস্ত্র বিতরণ

E Zero Point

মতামত দিন