09/05/2024 : 3:52 AM
আমার বাংলাগোঘাটদক্ষিণ বঙ্গহুগলি

হুগলির কাটালি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, হুগলি, ৩০ ডিসেম্বর ২০২০:


সালটা ১৯৬৯, গোঘাট ১ নম্বর ব্লকের কাঁটালী গ্রাম। সেখানে শুরু হয়েছিল এক উচ্চ বিদ্যালয়ের। আজ কাল ক্রমে গুটিগুটি পায়ে সুবর্ণজয়ন্তী বর্ষে পদার্পণ করল কাটালি উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ কে কেন্দ্র করে স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় মানুষজন আনন্দে আপ্লুত।

সুবর্ণজয়ন্তী বর্ষে স্কুলের দ্বারোদ্ঘাটন করলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি জনাব মেহবুব রহমান। তিনি জানান এই স্কুলের পরিকাঠামো এবং এরই সাথে স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক, গোঘাট-১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল এবং গোঘাট বিধায়ক মানস মজুমদারের সহযোগিতায় নির্মাণ হলো। তা নিয়েও তিনি গোঘাট বিধায়ককে ধন্যবাদ জানিয়েছেন।

এরই সাথে তিনি স্কুলের পঠন পাঠনের দিক থেকেও বলেন  গুটিগুটি পায়ে ৫০ বছরে পদার্পণ করা এই স্কুল হুগলি জেলার মানচিত্রে অভূতপূর্ব জায়গা করে নিয়েছে।

 

Related posts

শতাধিক ছাত্রছাত্রী নিয়ে শিক্ষক দিবস পালন

E Zero Point

বর্ধমানে বেসরকারী বাস না চলায় চরম ভোগান্তিতে কর্মরত মানুষ

E Zero Point

হাসপাতালে বিষধর গোখরো সাপ

E Zero Point

মতামত দিন