06/05/2025 : 10:04 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় আগামী বাংলা গঠনে বুদ্ধিজীবিদের সমাবেশ

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ৩০ ডিসেম্বর, ২০২০:


বিজেপি ইন্টেলেকচুয়ালস সেল ওয়েষ্ট বেঙ্গলের পক্ষ থেকে গত ২৭ ডিসেম্বর কালনা মহিষমর্দিনী ইন্সটিউটেশনে বুদ্ধিজীবিদের নিয়ে একটি আলোচনা সভার মূল বিষয় বস্তু ছিলো আগামী বাংলা গঠনে প্রবুদ্ধ বাঙালিদের ভূমিকা।

উক্ত সভায় বিশেষ অতিথি ছিলো রাজ্যসভার এমপি ডঃ স্বপন দাসগুপ্ত, বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, লেখক ডঃ মোহিত রায়, কাটোয়া ইন্টেলেকচুয়ালস সেলের কনভেনার শ্যামসুন্দর চৌধুরী, বর্ধমান সদর জেলা ইন্টেলেকচুয়ালস সেলের কনভেনার দেবদূত সাঁতরা, বিশ্বজিৎ কুন্ডু, সুকল্যাণ পাল, সুবীর নাগ, দেবাশীষ ভট্টাচার্য, শুভময় দাস সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা।

ডঃ স্বপন দাসগুপ্ত বলেন এই জনসভা সব জায়গাতেই করছি, জনসভার মাধ্যমে মানুষের কাছে আমরা পৌছিয়ে যাচ্ছি। পশ্চিমবঙ্গে একটা গেরুয়া ঝড় আসছে।, রাজ্যের কলেজ গুলি খুব খারাপ অবস্থায় আছে রাজনৈতিক কারণে। তাছাড়া  যোগ্য শিক্ষকের অভাবে কলেজগুলিতে লেখাপড়া হচ্ছে না। রাজ্যে  কোনো কাজ নেই, কোনো শিল্প নেই তাই এতো মানুষ পশ্চিমমবঙ্গের বাইরে কাজে যাচ্ছে।

Related posts

আশাকর্মীর চাকরির জন্য ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েত কর্মী ও সদস্যার বিরুদ্ধেঃ মেমারিতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

E Zero Point

কেরল পারলে পশ্চিমবঙ্গ কেন পারবে না

E Zero Point

বৃদ্ধ বাবার করুণ আর্তি, “জন্ম দিয়ে কি এটাই আমাদের প্রাপ্য ছিল?

E Zero Point

মতামত দিন