30/04/2024 : 8:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জমে উঠেছে সারা বাংলা বাউল মেলা দেবীপুরে

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ৩০ ডিসেম্বর ২০২০:


খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’ l কিংবা ‘তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না’…..|
একতারা হাতে চোখ বুজে মনের সব আকুতি ঢেলে গাইছেন শিল্পী |
একমনে সেই গানের রস আস্বাদন করছেন শ্রোতারা | শীতকে সঙ্গী করে এভাবেই বাউল গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিচ্ছে পূর্ব বর্ধমানের মেমারির দেবীপুর |


দীর্ঘসময় লকডাউনে মানুষ চার দেয়ালের মধ্যে থেকে যখন বেরিয়ে শীতের আমেজকে গায়ে মেখে নিচ্ছে | সাথে বাংলার মাটির গান এ যেন এক উপরি পাওনা |
এবছর বাউল উৎসব পঞ্চম বছরে পদার্পণ করল |


অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অমৃত বাউল লোকগান প্রসার সমিতি। এবং দেবীপুর স্টেশন উত্তর বাজার সমিতির আয়োজনে এই বাউল উৎসবের আজ ছিল দ্বিতীয় দিন।

সকালে অঙ্কন প্রতিযোগিতায় এলাকার কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভার উন্মেষ ঘটায় মেলা প্রাঙ্গণে।

আজ সন্ধ্যায় আজকের বাউল উৎসবে সারেগামাপা খ্যাত ঋষি চক্রবর্তী উপস্থিতি বাউল প্রেমীদের মনে বাড়তি উৎসাহ বয়ে আনে। তার সাথে উপস্থিত ছিলেন শিল্পী শিবাশীষ দন্ড ও আমনরুপ দন্ড। উৎসব কমিটির পক্ষ থেকে সকল শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়।


বাউল কমিটি সম্পাদক রাজেশ্বর দাস মহাশয় আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা এসেছেন। সে দলে রয়েছেন বর্ধমান, বীরভূম, পুরুলিয়া থেকে শুরু করে রাজ্যের প্রায় সব প্রান্তের বাউল ও লোকশিল্পীরা | অনুষ্ঠানের শেষ দিনে কল্পতরু উৎসব এর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া কথাও তিনি বলেন |

Related posts

ধাত্রীগ্রাম গ্রাম পঞ্চায়েতে বামপন্থীদের স্মারকলিপি 

E Zero Point

৫০ লক্ষ টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

E Zero Point

করোনায় আবার এক মৃত্যু, বর্ধমান পৌর শহরে ৭ দিনের সম্পূর্ণ লকডাউন

E Zero Point

মতামত দিন