06/05/2024 : 12:51 PM
আমার বাংলা

অধিকার আদায়ের দাবীতে মহানগরে ২৮ জানুয়ারিতে আবার শান্তিপূর্ণ মিছিল

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ৭ জানুয়ারি ২০২১:


বেতন বৈষম্য ও বিভিন্ন বঞ্চনা থেকে মুক্তি এবং ন্যায্য অধিকার অর্জনের লক্ষ্যে আগামী ২৮ জানুয়ারি আবার কলকাতার পথে নামবে রাজ্যের বৃহত্তর প্রাথমিক শিক্ষক সংগঠন উস্থি।

তাদের বিভিন্ন দাবীগুলির মধ্যে অন্যতম হল- ২৬/৭/২০১৯ এর জি.ও.র সঠিক মূল‍্যায়ন এবং অবিলম্বে বেতন বৈষম্য ও বঞ্চনা দূরীকরণ, ২০২০-এর আগে যারা প্রাথমিক শিক্ষকতায় ১৮ বছর অতিক্রম করেছে, তাদেরবেতনের সঠিক মূল‍্যায়ন, প্রধান শিক্ষকদের বেতনে অতিরিক্ত ইনক্রিমেন্ট দিতে হবে।  শিক্ষকদের ট্রান্সফারে দূরত্বকে গুরুত্ব দিতে হবে।
চাকরিরত শিক্ষকদের এনআইওএস থেকে এনসি সমস্যা এবং বিএড সহ ছয় মাসের ট্রেনিং সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করতে হবে।

এই দাবিগুলো নিয়ে ২৮ জানুয়ারি দুপুর ১২টায় শান্তিপূর্ণ মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলার রানী রাসমনি রোড পর্যন্ত পথে নামবে তারা।

Related posts

মালদা থেকে নিখোঁজ ১১ বছরের বালিকাঃ পরিবারের সন্দেহ অপহরণ করা হয়েছে

E Zero Point

বৃদ্ধাশ্রমে ইন্ডিয়ান অয়েল এর ৬২ তম জন্ম দিবস পালন

E Zero Point

আন্তর্জাতিক সম্মান এনে দিল বাংলা ছবি ‘খুর’

E Zero Point

মতামত দিন